আমডাঙায় দু-জায়গা থেকে ২৩টি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য!

মঙ্গলের সকালে আমডাঙা থেকে ২৩টি তাজা বোমা উদ্ধার (recovery of bombs in Amdanga) করেছে পুলিশ। বোদাই গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত একটি বাঁশবাগানে ১১ টি তাজা বোমা পুঁতে রাখা ছিল বলে জানা গেছে। এর পাশাপাশি চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের শশীপুর গ্রামে অভিযান চালিয়েও ১২টি সকেট বোমা উদ্ধার করা হয়েছে বলে আমডাঙা থানার পুলিশের তরফে জানা গেছে।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আগামী কয়েকদিনের মধ্যেই হোলি এবং বাংলার নববর্ষের মতো উৎসবের মরশুম রয়েছে। তার আগে এত তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বম্ব ডিসপোজাল স্কোয়াড ইতিমধ্যেই বোমাগুলিকে বাজেয়াপ্ত করেছে। স্থানীয়রা বলছেন এর আগেও একাধিক বার আমডাঙার বিভিন্ন এলাকায় বিশাল পরিমাণে বোমা উদ্ধার হয়েছে। স্বভাবতই তাঁরা যথেষ্ট আতঙ্কিত। কে বা কারা এই বোমা মজুদ রেখেছিল তার তদন্ত শুরু হয়েছে।