Thursday, August 21, 2025

রিভার্স সুইং ফেরাতে আইসিসির কাছে বলে লালা লাগানোর নিষেধাজ্ঞা ফেরানোর আবেদন সামির

Date:

Share post:

চোট কাটানোর পর মহম্মদ সামি (Mohammed Shami) বাইশ গজে ফিরেছেন। বর্তমানে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) খেলতে ব্যস্ত। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচে ফাইফার নিয়েছিলেন সামি। পাক ম্যাচে এবং কিউয়িদের বিরুদ্ধে তিনি উইকেট পাননি। তবে আবার তিনি সেমিফাইনালে জ্বলে ওঠেন। স্টিভ স্মিথদের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে সামি তুলে নেন তিনটি উইকেট। এত কিছুর মধ্যেও একটা জিনিস মিস করছেন মহম্মদ সামি। আর তা হল রিভার্স সুইং। যে কোনও ম্যাচে বোলাররা যাতে রিভার্স সুইং করতে পারেন,  সেজন্য সামি মনে করছেন আইসিসির এক নিয়মে বদল প্রয়োজন। কী সেই নিয়ম?

মহম্মদ সামি আইসিসির কাছে আবেদন করেছেন, বলের উজ্জ্বলতা বাড়ানোর জন্য যেন লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২০২২ সালে বলে লালা লাগানোর উপর নিষেধাজ্ঞা জারি করে আইসিসি। পুরনো বলের এক পাশ উজ্জ্বল করার জন্য লালা ব্যবহার করলে পেসাররা রিভার্স সুইং করাতে পারেন। ওডিআই ক্রিকেট ম্যাচের শেষের দিকে যা কার্যকরী ভূমিকা পালন করত। এখন আর কোনও ম্যাচ খেলার জন্য থুতু ব্যবহার করতে পারেন না ক্রিকেটাররা। পড়েন সমস্যায়। সেই বিষয়টিই বলেছেন সামি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ৩টি উইকেট নেওয়ার পর মহম্মদ সামি বলেন, আমরা রিভার্স সুইং করার চেষ্টা করছি। কিন্তু সেটা পারছি না। কারণ আমরা তো এখন খেলার সময় বলে লালা ব্যবহার করতে পারি না। এখানেই থেমে থাকেননি সামি। তিনি আরও বলেন, আমরা নিয়মিত লালা ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য আবেদন করছি। তা হলে রিভার্স সুইং আরও আকর্ষণীয় হবে।

 

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...