Friday, January 9, 2026

সাইবার ক্রাইমে প্রতারিতদের ২ কোটি টাকার বেশি ফেরালো পুলিশ

Date:

Share post:

সাইবার প্রতারণার(cyber crime) শিকার বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তিকে তাদের টাকা উদ্ধার করে ফেরত দিল পুলিশ। সোমবার বিধাননগর পুলিশ কমিশনারেটে বিভিন্নভাবে প্রতারিত হওয়া ৩০ জনকে প্রায় ২ কোটি ৫ লক্ষ ২২ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশের ডিসি ডিডি কুলদীপ এস এস, সাইবার ক্রাইম থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোতোষ রাজ-সহ অন্যান্য আধিকারিকরা।প্রতারিতদের তালিকায় একদিকে যেমন রয়েছেন চিকিৎসক, তেমনই আছেন উপার্জনের চেষ্টা করা সাধারণ ঘরের মহিলারা। শিশুরোগ বিশেষজ্ঞ ও বিধাননগরের(bidhannagar) বাসিন্দা ডাঃ হিমানীশ চৌধুরী জানান, রেলের টিকিট বাতিলের জন্য তিনি একটি হেল্প ডেস্ক অ্যাপ ডাউনলোড করেছিলেন। এরপরেই তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় সাড়ে তিন লক্ষ টাকা উঠিয়ে নেয় প্রতারকরা।

প্রত্যেকেই তাদের নিজস্ব অভিজ্ঞতার কথা জানিয়েছেন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সকলেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তদন্ত করে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে তাদের ফিরিয়ে দেয় পুলিশ। খুশি সকলেই। এদিন পুলিশ জানিয়েছে, ডিজিটাল ব্যবস্থার যত তাড়াতাড়ি উন্নত হচ্ছে তত তাড়াতাড়ি প্রবীণরা এর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না। সেই কারণেই তাদেরকে ‘শিকার’ হিসেবে বেছে নিচ্ছে প্রতারকরা।পুলিশকর্তা বলেন, রিকভারি প্রসেসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ২ কোটি টাকার উপরে ফিরিয়ে দিচ্ছি। সাইবার প্রতারকরা ব্যাঙ্কের স্টেটমেন্ট অ্যানালাইসিস করে। গত ৪-৫ মাসে ৭০-৮০ জন সাইবার ক্রিমিনাল ধরা পড়েছে। এনসিআরপি-তে অভিযোগ করে থানায় চলে আসুন।

 

 

 

spot_img

Related articles

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...