বাংলার বাড়ি: প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ হয়নি কেন? কারন জানতে চেয়ে রিপোর্ট তলব রাজ্যের

বাংলার বাড়ি প্রকল্পে গত ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে যে সব জেলায় অনেক উপভোক্তা এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেননি তার কারণ জানতে চেয়ে রাজ্য সরকার সংশ্লিষ্ট জেলা শাসকদের চিঠি দিয়েছে। উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে কারণ জানিয়ে পঞ্চায়েত দফতর থেকে জেলা শাসকদের রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বাড়ি তৈরিতে এখনও পর্যন্ত দুই চব্বিশ পরগনা সব থেকে পিছিয়ে রয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য প্রথম কিস্তির টাকা পাওয়ার পর গত ৭ই মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ৭ লক্ষ ৫৬ হাজার ২৯৬ জন উপভোক্তা বাড়ি তৈরির কাজ শুরু করেননি বলে সমীক্ষায় উঠে এসেছে।

আরও পড়ুন- রেলের শোচনীয় অবস্থার দায় স্বীকার করে পদত্যাগ করুন রেলমন্ত্রী, রাজ্যসভায় দাবি সুস্মিতা দেবের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_