প্রয়োজনীয়তা মেনে ফের সোমবার থেকে বিজেপি বিধায়কদের কাগজ দেওয়ার নির্দেশ স্পিকারের

প্র য়োজনীয়তা মেনে ফের সোমবার থেকে বিধানসভার কার্যবিবরণীর নথি সম্বলিত কাগজ বিজেপি বিধায়কদের দেওয়া হবে। আগের নির্দেশ প্রত্যাহার করে বৃহস্পতিবার এই কথা জানালেন বিধানসভার (Assembly) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

বিধানসভায় কাগজ ছিঁড়ে ‘তাণ্ডব’ করেন বিজেপি (BJP) বিধায়করা। ধারাবাহিক এই উচ্ছৃঙ্খল আচরণের জেরে গত মঙ্গলবার থেকে বিজেপি বিধায়কদের কাগজ না-দেওয়ার নির্দেশ দেন স্পিকার (Biman Banerjee)। এর বিরোধিতা করেন বিজেপি বিধায়করা। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় (Assembly) বিজেপি বিধায়কদের কোনও কাগজ দেওয়া হয়নি।
আরও খবর: আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’! ক্রিপ্টোকারেন্সি অপরাধী সিবিআই-কেরালা পুলিশের জালে

বিধানসভায় সভার কার্যবিবরণীর হাতে না পেলে কী নিয়ে আলোচনা হচ্ছে, তা জানতে পারেন না বিধায়কেরা। বৃহস্পতিবার ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় প্রশ্নোত্তর পর্বে যোগ দিয়ে সেই কথা উল্লেখ করেন। বলেন, “আমায় কোনও কাগজ দেওয়া হয়নি। আমি কী ভাবে এই পর্বে অংশ নেব?” সেই অসুবিধার কথা শুনে সোমবার থেকে বিজেপি বিধায়কদের কাগজ দেওয়ার নির্দেশ দেন স্পিকার।