Thursday, November 13, 2025

দ্রুত শুরু হবে নিউ মার্কেট সংস্কারের কাজ: বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানালেন ফিরহাদ

Date:

কলকাতার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী নিউ মার্কেট সংস্কারের কাজ দ্রুত শুরু হবে। সোমবার, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের প্রশ্নের জবাবে জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি জানান, ২০২৩ সালেই নিউ মার্কেট (New Market) সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের জন্য ২৬ কোটি ১৮ লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এবিষয়ে পরামর্শ দেওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিযুক্ত করা হয়েছে। কনসালটেশন ফিজ হিসেবে তাদের ৬৪ লক্ষ ২৮ হাজার টাকার বেশি ইতিমধ্যেই  মিটিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা চূড়ান্ত পরিকল্পনা দিলেই তা রূপায়ণের কাজ শুরু হবে বলে জানান পুরমন্ত্রী। অন্যদিকে নিউ মার্কেটের দীর্ঘদিনের হকার সমস্যা মেটাতেও সরকার পদক্ষেপ করছে বলে জানান তিনি।

পুরসভা সূত্রে খবর, নিউ মার্কেটের (New Market) অন্যতম আকর্ষণ ক্লক টাওয়ারটি এই সংস্কার প্রকল্পের আওতায় কী ভাবে মেরামত করা যায়, তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ দল। পাশাপাশি ভবনের স্থায়িত্ব আরও বৃদ্ধি করতে মাটির নীচে চারপাশে ২.৯ কিলোমিটার দীর্ঘ টাই বিম বসানোরও সুপারিশ করেছেন যাদবপুরের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারেরা। এর ফলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগেও ভবনটি নিরাপদ থাকবে বলে অনুমান করা হচ্ছে। ভারতের ভূমিকম্পপ্রবণ শহর হিসেবে কলকাতার নাম অনেকটা উপরের দিকে উঠে এসেছে। সেই দিক থেকে নিউ মার্কেটের মতো পুরোনো নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্পে ক্ষতির সম্ভাবনাও বেশি। তাই টাইবিম ও সিসমিক ওয়াল নির্মাণ করে নিউ মার্কেট সংস্কারের পরিকল্পনা করা হচ্ছে। এই কাজ ধাপে ধাপে হবে। যখন যে অংশে কাজ করা হবে, সেই সময়ে ওই অংশের দোকানদারদের নিউ মার্কেট লাগোয়া জায়গাতেই বিকিকিনির ব্যবস্থা করে দেওয়া হবে।
আরও খবররাজ্যে কোনও বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না: ফিরহাদ হাকিম

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version