Wednesday, January 7, 2026

সন্দেশখালির হাসপাতালে বরাদ্দ ঘোষণা রাজ্যের: প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কথা দিলে যে কথা রাখেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালি (Sandeshkhali) গ্রামীণ হাসপাতালে সার্বিক উন্নয়ন ও বেড বাড়ানোর জন্য অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। ৮ কোটি টাকা বরাদ্দ হল হাসপাতালের উন্নয়নের খাতে। সেইসঙ্গে পূর্ণ হল সন্দেশখালিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেওয়া প্রতিশ্রুতি।

গতবছর ডিসেম্বরে সন্দেশখালি  গিয়ে গ্রামীণ হাসপতালের (Sandesh rural hospital) উন্নতির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মত এই হাসপতালের উন্নতির জন্য ৮ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। ফলে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার সন্দেশখালি গ্রামীণ হাসপতালের সার্বিক উন্নয়নের কাজ খুব দ্রুত শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো ৩০ শয্যার হাসপাতালে বেড (bed) সংখ্যা বেড়ে হবে ৬০। এই হাসপাতালে প্রসূতিদের জন্য এবার থেকে সিজারের ব্যাবস্থা করা হচ্ছে। মিলবে পর্যাপ্ত অভিজ্ঞ চিকিৎসক। সন্দেশখালি-সহ আশেপাশে মানুষ পাবে উন্নত স্বাস্থ্য পরিষেবা।

সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতকে চিঠিতে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, হাসপতালের উন্নতির জন্য সরকারের এই বরাদ্দের কথা তুলে ধরে মানুষের কাছে প্রচার করতে হবে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে সাধারণ মানুষ। এই প্রসঙ্গে বিধায়ক সুকুমার মাহাতো বলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলে তিনি যে তা রাখেন তা আবারও প্রমাণিত হল। সন্দেশখালি (Sandeshkhali), হিঙ্গলগঞ্জ-সহ  সুন্দরবনের একটি বড় অংশের মানুষ এই গ্রামীন হাসপাতাল থেকে উন্নত স্বাস্থ্য পরিষেবার পাবেন। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে উন্নত স্বাস্থ্য পরিষেবার দিচ্ছেন। এবার সেই তালিকায় সন্দেশখালির নামও জুড়ে গেল।

spot_img

Related articles

শুনানি নিয়ে চাপ বাড়ালো নির্বাচন কমিশন, তারপরই মৃত্যু BLO সরকারি কর্মীর

নিজেদের টার্গেট পূরণ করতে চাপ বিএলও থেকে জেলা নির্বাচন আধিকারিকদের উপর। যতবার এভাবে রাজ্যের সরকারি কর্মী, বিএলও-র (BLO)...

নেতাই দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা মমতার, প্রণাম জানালেন অভিষেকও

নেতাই হত্যাকাণ্ড বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের কফিনে শেষ পরেকটা পুঁতে দিয়েছিল। গুলি চালিয়ে ৯ জন গ্রামবাসীকে হত্যার অভিযোগ উঠেছিল...

ঝুলি থেকে বেরোলো বিড়াল: ভেনেজুয়েলা থেকে কত তেল লুট করবেন, ঘোষণা ট্রাম্পের

আমেরিকায় মাদক বিক্রির অভিযোগ যে স্রেফ একটা ভাঁওতা ছিল মাত্র চারদিনের মধ্যে নিজেই ফাঁস করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি...

দুদিনের সফরে সিঙ্গুরে সভা প্রধানমন্ত্রীর: আলাদা গুরুত্ব নয় দিলীপের!

রাজ্য জুড়ে নির্বাচনের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমেছে বঙ্গ বিজেপির নেতাকর্মীরা, নতুন করে উজ্জীবিত হয়ে যোগ দিয়েছেন প্রাক্তন রাজ্য...