Saturday, December 6, 2025

কেন্দ্রের বঞ্চনার পরেও চাপবে না অতিরিক্ত করের বোঝা! বিধানসভায় স্পষ্ট জানালেন অর্থমন্ত্রী

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের লাগাতার বঞ্চনার পরেও রাজ্য সরকার মানুষের উপরে কোনও অতিরিক্ত করের বোঝা চাপাবে না। বুধবার বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আরও জানিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, বাংলার বাড়ি, জয় বাংলা, কৃষক বন্ধু সহ সকল সামাজিক প্রকল্পে বরাদ্দের কোনও অভাব হবে না।

বুধবারের অধিবেশনে ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট সংশোধনী বিল এবং দুটি অ্যাপ্রোপ্রিয়েশন বিল পেশ করা হয়। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার জবাবী ভাষণে জানান, আগামী আর্থিক বছরে রাজ্য সরকারের কর ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ ৬৬ হাজার কোটি টাকা, যা চলতি বছরের তুলনায় ২৯ হাজার ৮০৯ কোটি টাকা বেশি।

তিনি আরও বলেন, রাজ্যের আয় বাড়ানোর জন্য কোনও নতুন কর চাপানো হবে না। বরং সরকারের আয় বাড়ানোর জন্য নতুন উপায় খোঁজা হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ২৬ হাজার ৭০০ কোটি টাকা, বাংলার বাড়ি প্রকল্পে ১৫ হাজার ৪৫৬ কোটি টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পে ৫৭৮১ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়। এছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নের জন্য ৫০০০ কোটি টাকা বাড়তি মূলধনী ব্যয় করা হবে বলে তিনি জানান।

রাজ্যের অর্থনৈতিক উন্নতির প্রসঙ্গে, চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্যের গড় মাথাপিছু জিএসডিপি ৯.৯১ শতাংশ, যা কেন্দ্রীয় গড়ের তুলনায় অনেক বেশি। তিনি আরও জানান, আগামী আর্থিক বছরে রাজ্য ৮১ হাজার ৯৭২ কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে, তবে তা রাজ্যের গড় অভ্যন্তরীণ উৎপাদনের তিন শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

তৃণমূল কংগ্রেসের বিধায়ক দেবব্রত মজুমদার আলোচনা চলাকালে বলেন, আর্থিক শৃঙ্খলা মেনে চলার ক্ষেত্রে গোটা দেশের মধ্যে বাংলা তৃতীয় স্থানে রয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২৯-‘৩০ আর্থিক বছর পর্যন্ত ঋণ নেওয়ার পরিমাণ ৩ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে এবং পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যুৎ ক্ষেত্রের জন্য ০.৫% ঋণ নিতে পারবে রাজ্য। এই বিলগুলি বিরোধী দলের অনুপস্থিতিতে ধ্বনি ভোটে পাস হয়।

আরও পড়ুন- ফের রাম-বাম যোগ প্রকাশ্যে: সুবর্ণর বদলি নিয়ে সরব শুভেন্দু, ধুয়ে দিলেন কুণাল

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...