Thursday, August 21, 2025

বাংলায় লগ্নি করলে জিতবেন, সম্পূর্ণ সাহায্য করব: শিল্পসভায় মমতার প্রশংসা ভারতের হাইকমিশনারের

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবার। এদিন শুরু হয়েছে শিল্পসভা। শুরুতেই বাংলার শিল্প, সংস্কৃতি, উন্নয়ন, কর্মসংস্থান, খেলা নিয়ে বিশেষ ভিডিও: ধ্বনিল আহ্বান দেখানো হয়। আর তার পরে বলতে উঠে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের প্রশংসা করেন লন্ডনে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী।

দোরাইস্বামী কথায়, বাংলা হল উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ ও নেপালের গেটওয়ে। কলকাতা তথা বাংলার সংস্কৃতি, ইতিহাস ইউকে-র উপর গভীর ছাপ ফেলেছে। ক্রীড়াক্ষেত্র ও সংস্কৃতিতে কলকাতা দেশের মধ্যে উল্লেখযোগ্য। ভারতের হাইকমিশনারের কথায়, সংস্কৃতি ক্ষেত্রে বাংলা ও ইউকে-র যোগাযোগে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে বাংলায় অভূতপূর্ব উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন দোরাইস্বামী। এর আগে বাংলায় শিল্প-বাণিজ্য যা হত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের আমলে তা আরও উন্নত হয়েছে। নতুন শিল্পক্ষেত্রে বিনিয়োগ এসেছে।

বাংলায় শস্য-শ্যামলা মাটির কথা উল্লেখ করে বিক্রম দোরাইস্বামী বলেন, মাটির উর্বরতার জন্য কৃষিক্ষেত্রে সবসময় এগিয়ে রাজ্য। দার্জিলিং চা বিশ্ব বিখ্যাত। পাশাপাশি, পাটশিল্পের উল্লেখ করেন তিনি। দেশের মধ্যে বাংলার পাটচ অত্যন্ত উন্নতমানের বলে মন্তব্য তাঁর। লোহা ও ইস্পাত শিল্পে বাংলার অগ্রগতির কথা উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার।

বাংলার স্বাস্থ্য ব্যবস্থারও প্রশংসা করলেন ভারতীয় হাইকমিশনার। বলেন, বাংলা স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগের প্রভূত সুযোগ রয়েছে। আইটি ক্ষেত্রেও বাংলা উন্নতি করেছে। তাঁ কথায়, ভারতের শীর্ষ তিনটি রাজ্যের মধ্যে আসে বাংলা। দেশের জিডিপি বাড়াতে এই রাজ্যের ভূমিকা অন্যতম।

সব শেষে দোরাইস্বামী লন্ডনে (London) উপস্থিত শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, আপনার যদি বাংলায় বিনিয়োগ করতে চান আমরা সাহায্য করব।
আরও খবরদেশে কৃষকের তুলনায় পড়ুয়াদের আত্মহত্যার সংখ্যা বাড়ায় টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের

এদিন সভায় উপস্থিত ধুনসেরি ভেঞ্চারসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চন্দ্রকুমার ধানুকা, ফিকির প্রেসিডেন্ট ও ইমামি গ্রুপের এমডি হর্ষবর্ধন আগরওয়াল, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, গ্রাফাইট ইন্ডিয়ার চেয়ারম্যান কে কে বাঙ্গুর, টেগা ইন্ডাস্ট্রিজর এমডি মেহুল মোহঙ্কা, ফিকির চেয়ারম্যান ও শ্রী সিমেন্টের ভাইস চেয়ারম্যান প্রশান্ত বাঙ্গুর, জিইইসিএলের ভাইস চেয়ারম্যান ও এমডি প্রশান্ত মোদি, লুক্সমি গ্রুপের এমডি ও ওবেটির চেয়ারম্যান রুদ্র চট্টোপাধ্যায়, প্যাটন ইন্টারন্যাশনাল এমডি সঞ্জয় বুধিয়া, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের ভাইস চেয়ারম্যান শাশ্বত গোয়েঙ্কা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজর প্রেসিডেন্ট তরুণ ঝুনঝুনওয়ালা, জেনেসিস অ্যাডভারটাইজিং-এর এমডি উজ্জ্বল সিনহা, টিটাগড় রেল সিস্টেমের ভাইস চেয়ারম্যান ও এমডি উমেশ চৌধুরী, এফআইসিসিআই-এর ডিরেক্টর জেনারেল জ্যোতি ভিজ, এফআইসিসিআই-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল মৌসুমী ঘোষ। এর পাশাপাশি ইউকেআইবিসি-এর চেয়ারম্যান রিচার্ড হিল্ড। ব্রিটেনের হাউস অফ লর্ডসের সদস্য তথা ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি ৯৪ বছর বয়সি লর্ড স্বরাজ পলও।

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...