নিউটাউনের রাজারহাটে মার্লিন রাইজ – দ্য স্পোর্টস রিপাবলিক-এ ৩০০ কর্মীদের জন্য চক্ষু পরীক্ষা শিবিরের (Eye check-up camp at Merlin Rise – The Sports Republic, ) আয়োজন করলো মার্লিন গ্রুপ (Merlin Group)। দেড়শ জনকে বিতরণ করা হলো চশমা। সমাজকল্যাণে সর্বদা দায়বদ্ধ মার্লিন গ্রুপের এই উদ্যোগের প্রশংসা করছেন সংস্থার সদস্যসহ বহু বিশিষ্টরা। রাজারহাটে বিশ্বমানের স্পোর্টস সিটি গড়ে তুলেছে মার্লিন রাইজ – দ্য স্পোর্টস রিপাবলিক। বাংলার ক্রীড়া প্রতিভাকে আরও উন্নত করার লক্ষ্যে সংস্থার তরফে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়।

মার্লিন গ্রুপ রাজারহাটে একটি বিশ্বমানের ক্রীড়া শহর হিসেবে গড়ে তুলছে, যেখানে সক্রিয় এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অত্যাধুনিক ক্রীড়া পরিকাঠামো এবং জীবনযাত্রার সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। এবার আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির। রোটারি মহানগর নেত্রালয়ের (Rotary Mahanagar Netralaya) সহযোগিতায়, চারজন বিশেষজ্ঞের একটি দল এই শিবিরে মার্লিনের কর্মীদের চোখের স্বাস্থ্য পরীক্ষা করলেন। কর্মক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সেই কারণে প্রেসক্রিপশন অনুযায়ী চশমাও বিতরণ করা হলো এই শিবির থেকে। মার্লিন গ্রুপের ডিরেক্টর সীমা মোহতা (Seema Mohta, Director, Merlin Group) নিজে কর্মীদের হাতে চশমা তুলে দেন, পাশাপাশি তাঁদের চোখের যত্ন নেওয়ার কথাও বলেন। গত চার বছর ধরেই এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করছে সংস্থা। ডিরেক্টর বলেন, মার্লিন আই অ্যাম কলকাতা – এই সিএসআর উদ্যোগের মাধ্যমে আগামিতেও এভাবেই সমাজ কল্যাণে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ মার্লিন গ্রুপ।

–

–


–


–

–

–

–
–

–

–