রামকমল মুখোপাধ্যায় পরিচালিত রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত ‘বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’ দেখে উচ্ছ্বসিত উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। বাংলা রঙ্গমঞ্চের সম্রাজ্ঞীর জীবন আর লড়াইয়ের গল্প গত ২৩ জানুয়ারি সেলুলয়েডে মুক্তি পায়। সিনেমায় অসামান্য অভিনয়ের জন্য প্রশংসা করিয়েছেন রুক্মিণী। বাংলার গণ্ডি ছাড়িয়ে মুম্বইতেও এই ছবির রিলিজ হয়। এবার ‘বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’ (Binodini Ekti Natir Upakhyan) নিয়ে উপরাষ্ট্রপতি ভবনে পৌঁছে গেলেন অভিনেত্রী।

সোশাল মিডিয়া পেজে রুক্মিণী জানিয়েছেন, দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের আমন্ত্রণে ‘বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’ ছবিটি প্রদর্শিত হয়েছে দিল্লির উপরাষ্ট্রপতি ভবনে। বড়পর্দায় ৭৫ দিন অতিবাহিত করার রেকর্ড গড়ে বিনোদিনীর যাত্রা এখনও অব্যাহত। ‘বিনোদিনী’ মুক্তির পর থেকেই চর্চার শিরোনামে অভিনেত্রী। এবার সস্ত্রীক উপরাষ্ট্রপতির প্রশংসা নিঃসন্দেহে তাঁর অভিনয় ক্যারিয়ারে নয়া পালক জুড়লো। জগদীপ ধনকড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনকড়ের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি ধন্য, নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। ছবিটি দেখে তাঁরা তাঁদের সুচিন্তিত মতামত ও মুগ্ধতা ব্যক্ত করেছেন। বিনোদিনী দাসীর এই প্রশংসা ও সম্মান অবশ্যই প্রাপ্য। উপরাষ্ট্রপতি ভবনে কাটানো এই সন্ধ্যে আমি আজীবন মনে রাখব। ‘নাট্যসম্রাজ্ঞীর চরিত্র আত্মস্থ করতে অনেক কসরৎ করতে হয়েছে রুক্মিণীকে। তবে যেভাবে দর্শক সিনেমাকে ভালবেসেছে তাতে তিনি সত্যিই আপ্লুত।

–

–



–


–

–

–

–
–

–
