Friday, August 22, 2025

নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারত(Team India)। তারই খেসারত দিল এবার ভারতীয় দলের ব্যাটিং কোচ এবং ফিল্ডিং কোচ। অভিষেক নায়ার(Abhishek Nayar) এবং টি দীলিপকে(T Dilip) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই। যদিও সেই জায়গায় কোন দুজন আসবেন তা এখনও পর্যন্ত সিদ্ধান্ত কিছু হয়নি। তবে শোনা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগেই ভারতীয় দলের ব্যাটিং কোচ ঠিক করে ফেলবে বোর্ড। আপাতত রায়ান টেন ডুসখাতেই চালাবেন ফিল্ডিং কোচের দায়িত্ব। আর প্রধান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir) তো রয়েছেনই।

বেশ কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেই দলের কোচিং স্টাফে ছিলেন অভিষেক নায়ার এবং টি দীলিপও। সেখানে ভারতীয় দল সাফল্য পেলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের বিশ্রী পারফরম্যান্স কিছুতেই মেনে নিতে পারছে না বোর্ড। অস্ট্রেলিয়া থেকে ভারতীয় দল ফেরার পরই চূড়ান্ত সমালোচনা আরম্ভ হয়েছিল। সেই সময় থেকেই ভারতের ব্যাটিং কোচকে সরানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা।

যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে সেই সময় কোনওরকম বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটেনি বিসিসিআই(BCCI)। তবে অভিষেক নায়ার ও টি দীলিপের পারফরম্যান্সে যে বোর্ড কর্তারা একেবারেই খুশি ছিলেন না তা বোঝাই যাচ্ছিল। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও হারের পরও ভারতের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছিল সকলে। সেইসঙ্গে গৌতম গম্ভীর থাকার পরও বাড়তি ব্যাটিং কোচ কেন রাখা হচ্ছে তা নিয়েও কথাবার্তা শুরু হয়েছিল।

গম্ভীর কোচ হওয়ার পরই অভিষেক নায়ারকে ব্যাটিং কোচ করে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ভারতীয় দলকে সাফল্য দিতে পারেননি তিনি। সেই সময় কানাভুসো শোনা গিয়েছিল যে গম্ভীরের জন্যই নাকি অভিষেক নায়ারকে নিতে হয়েছিল।

তবে এবার সেই সিদ্ধান্ত বদলানোর পথেই হাঁটা শুরু করল বিসিসিআই। এরইসঙ্গে আরও একটা প্রশ্নও উঠতে আরম্ভ করেছে। তবে কি গৌতম গম্ভীরের ডানা ছাটা শুরু করল বিসিসিআই। এই নিয়েও কিন্তু ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে।

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version