জয়েন্টে সাফল্য দেবদত্তা, অর্চিষ্মানের: অভিনন্দন জানিয়ে পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

আমি বিশেষভাবে তৃপ্ত যে দেবদত্তা মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) ছাত্রী ছিল এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHS) অধীনেই পড়া সম্পূর্ণ করে

রাজ্যের মুকুটে নতুন পালক জুড়েছে কাটোয়ার দেবদত্তা ও খড়গপুরে অর্চিষ্মান। জয়েন্ট এন্ট্রান্স (মেন) (Joint Entrance Mains) পরীক্ষায় একশো শতাংশ নম্বর পাওয়ার কৃতিত্ব দেখিয়েছে রাজ্যের এই দুই কৃতি সন্তান। তাঁদের সাফল্য গর্বিত গোটা বাংলা, সেই সঙ্গে রাজ্যের শিক্ষার মানের প্রতিফলন এই সাফল্য, বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় দুই কৃতিকে শুভেচ্ছা জানান তিনি।

জাতীয় স্তরের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় দুই কৃতির সাফল্যে মুখ্যমন্ত্রী তাঁদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ২০২৫ জি মেন্স পরীক্ষায় দেবদত্তা মাজি (Devdutta Majhi) ও অর্চিষ্মান নন্দী (Archisman Nandy) ১০০ শতাংশ নম্বর পাওয়ায় তাঁদের অভিনন্দন। তাঁদের এই সাফল্য দেশব্যাপী হওয়া সম্মানজনক এই পরীক্ষায় তাঁদের প্রথম সারিতে তুলে দিয়েছে। সেই সঙ্গে এটাও সুখের কথা যে এই দুজনেই ২০২৩ সালের দশম শ্রেণির পরীক্ষায় নিজেদের বোর্ডে সর্বোচ্চ স্থান অর্জন করেছিল। এই দুই কৃতিকেই ১ জুন ২০২৪-এ বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে আমি সংবর্ধিত করেছিলাম।

মুখ্যমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন দেবদত্তার কথা। তিনি জানান, আমি বিশেষভাবে তৃপ্ত যে দেবদত্তা মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) ছাত্রী ছিল এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHS) অধীনেই পড়া সম্পূর্ণ করে। রাজ্য পরিচালিত বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষারও কৃতি দেবদত্তা, যে ২০২২ সালে সেই পরীক্ষায় সর্বোচ্চ স্থান অর্জন করেছিল। এদের দুজনের সাফল্য আমাদের কাছে গর্বের এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতিফলন করে। দুজনকেই আগামীর শুভেচ্ছা। আমাদের সরকার তোমাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।