Tuesday, August 26, 2025

সবুজ ঝড়! এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোড়ালের সমবায়ে জয় পেল তৃণমূল

Date:

সবুজ ঝড় দ্য বোড়াল ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাঙ্কে। বিপুল জয় তৃণমূলের। প্রার্থীই খুঁজে পেল না বিরোধীরা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সমবায়ের ৬৯টি আসনে জয় পেল তৃণমূল কংগ্রেস।

১৯৩০ সালে সোনারপুর বোড়াল এলাকায় নিম্নবিত্ত শ্রেণির জন্য এই সমবায় ব্যাঙ্কটি তৈরি হয়। দীর্ঘদিন ধরে সিপিএমের দখলে ছিল এই ব্যাঙ্ক। কিন্তু মানুষের জন্য পরিষেবা ছিল সেই তিমিরেই। দীর্ঘদিন সঠিকভাবে পরিষেবা না পেয়ে মানুষ বীতশ্রদ্ধ  হয়ে পড়েছিলেন। অবশেষে নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নিলেন সাধারণ মানুষ। বিনা প্রতিদ্বন্দ্বিতায়  জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

১১ মার্চ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়। নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৮ এপ্রিল। এই সমবায় ব্যাঙ্কের ভোটার সংখ্যা ২০,৬১৬ জন, মোট আসন ৬৯টি। বিরোধীরা প্রার্থী দিতে না পারায় রবিবারই তৃণমূল প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয় এবং আনুষ্ঠানিকভাবে এদিনই জয়ী প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। জয়ের পর রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর নজরুল আলি মণ্ডল বলেন, বাংলার উন্নয়নের যে ধারাবাহিকতা বজায় রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বিরোধীরা কোনও প্রার্থীই খুঁজে পায়নি।  আগামী দিনে গরিব মানুষের হয়ে কাজ করবে এই সমবায় ব্যাঙ্ক। বিধায়ক ফেরদৌসী বেগম বলেন, এতদিন যাঁরা সমবায়ের দায়িত্বে ছিলেন তাঁরা  কৃষকদের কথা, ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা ভাবেনি। তাই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। ফলে কোনও প্রার্থীই খুঁজে পায়নি বিরোধীরা। রাজ্য সরকারের একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের উপর মানুষ ভরসা রেখেছেন। তাই এই সমবায়ে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন – মন্দির উদ্বোধনের ১০ দিন বাকি, দিঘার সমুদ্রে ভেসে এল জগন্নাথ দেবের মূর্তি! 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...
Exit mobile version