ইডেনে নিষেধাজ্ঞা প্রসঙ্গে মুখ খুললেন হর্ষ ভোগলে

হর্ষ ভোগলেকে(Harsha Bhogle) আর দেখা যাবে না ইডেনে(Eden)? গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাঁকে ধারাভাষ্যকার হিসাবে দেখতে না পাওয়ার পর থেকেই এই গুঞ্জনটা শুরু হয়ে গিয়েছিল। তার কারণ কয়েকদিন আগেই ইডেনে হর্ষ ভোগলে(Harsha Bhogle) এবং সাইমন ডুলকে(Simon Doul) ধারাভাষ্য দিতে নিষেধাজ্ঞা জারির জন্য বোর্ডকে চিঠি দিয়েছিল সিএবি। তারপর হর্ষ ভোগলের অনুপস্থিতি দেখে সকলের তেমন ভাবাটাই স্বাভাবিক। অবশেষে সেই প্রসঙ্গেই মুখ খুললেন হর্ষ ভোগলে। তাঁর ওপর নাকি নিষেধাজ্ঞা জারি করা হয়নি, এমনই দাবী করেছেন হর্ষ ভোগলে।

এক সংস্থায় সাক্ষাৎকারে তিনি জানান, “কলকাতার ম্যাচে আমি কেন ছিলাম না তা নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমাকে যে যে ম্যাচ করতে বলা হয়েছে, সেখানে এই ম্যাচটি ছিল না। এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করলেই তো আর ভুল বোঝাবুঝিটা থাকত না। প্রতিযোগিতা আরম্ভ হওয়ার আগেই ধারাভাষ্যের সূচী দিয়ে দেওয়া হয়। সেখানে কলকাতায় আমার দুটো ম্যাচ ছিল। প্রথমটায় আমি ছিলাম। আর পরেরটায় পারিবারিক কারণে থাকতে পারিনি”।

সিএবির সঙ্গে হর্ষ ভোগলের সমস্যাটা শুরু নাইট রাইডার্স(KKR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স(RCB) বেঙ্গালুরু ম্যাচকে কেন্দ্র করে। সেই ম্যাচে হারের পরই নাইট অধিনায়ক ইডেনের পিচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। বিশেষ করে রাহানের নিশানায় ছিলেন ইডেনের পিচ কিউরেটর। সেই প্রসঙ্গেই এক জায়গায় সাক্ষাতকার দিতে গিয়ে খানিকটা নাইটদের সুরেই কথা বলেছিলেন হর্ষ ভোগলে।

ঘরের মাঠে ঘরের দলের সুবিধা পাওয়াটাই উচিৎ বলেই সেই সময় জানিয়েছিলেন হর্ষ ভোগলে(Harsha Bhogle)। ককেআর কেন বোলিং তাদের পছন্দ মতো পিচ পাচ্ছে না তা নিয়েও মুখ খুলেছিলেন তিনি। শুধুমাত্র তাই নয় সুজন গঙ্গোপাধ্যায়ের পিচ পরিবর্তন করা সম্ভব নয় মন্তব্য নিয়েও খানিকটা হতাশা প্রকাশ করেছিলেন তিনি। আর তা নিয়েই বেশ চটেছিলেন সিএবি কর্তারা। এরপরই বোর্ডকে চিঠি লেখা হয়েছিল সিএবির তরফে।