ইরানের আব্বাস বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ৫০০ মানুষ আহত হওয়ার আশঙ্কা। প্রাথমিকভাবে চারজনকে মৃত পাওয়া যায়। চাপা পড়া দেওয়ালে নিচে অনেকের আটকে পড়ার দাবি করেন প্রাণ হাতে নিয়ে পালানো বন্দরের (port) কর্মীরা। বিস্ফোরণের ভয়াবহতায় ভেঙে যায় অন্তত ১ কিলোমিটার দূরের বাড়ি ও গাড়ির কাঁচ। আগুনের তীব্রতায় কত মানুষের জীবনহানি হয়েছে সঠিক তথ্য দেওয়া সম্ভব হয়নি বন্দর কর্তৃপক্ষের পক্ষে। গোটা আব্বাস বন্দরের (Abbas port) উপরে কালো ধোঁয়ার মেঘ জমে যেতে দেখা যায়।

তেলের দেশ ইরানের আব্বাস বন্দর এলাকার সহিদ রাজাই (Shahid Rajaee) ঘাট লাগোয়া এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। আচমকাই সেই আগুন থেকে বিস্ফোরণ (blast) হয়। প্রাথমিক অনুমান, বন্দর (port) লাগোয়া দাহ্য পদার্থের ট্যাঙ্কারে আগুন ছড়িয়ে পড়তেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বন্দরের আকাশ। বন্দর এলাকার আশেবাশের সব রাস্তাতেই চলন্ত গাড়ির কাঁচ ভেঙে যায়। কয়েক কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।

শহিদ রাজাই (Shahid Rajaee) ঘাট আব্বাস বন্দর এলাকার সবথেকে বড় বাণিজ্যিক বন্দর। শনিবারের ব্যস্ত দুপুরে বহু মানুষ সেই সময় উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পরে আহত মানুষ দ্রুত আগুন লাগা এলাকা থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। অনেককে দেখা যায় দেওয়াল চাপা পড়া অবস্থায় আটকে পড়া মানুষদের বের করে আনার চেষ্টা শুরু করতে। আগুন সম্পূর্ণভাবে না নিভলে মৃতের সংখ্যার অনুমান সম্ভব নয় বলে জানানো হয়।

–

–

–

–

–

–

–

–
