Friday, December 19, 2025

‘মৃত্যু-ঘড়ি’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

মৃত্যু নিয়মিত আসে
আমি প্রস্তুত নই বলে
ফিরে যায় ।
( সুজাতা চক্রবর্তী )

যেদিন সরিয়া যাবো
তোমাদের কাছ থেকে
দূর কুয়াশায় চলে যাবো ,
সেদিন মরণ এসে অন্ধকারে
আমার শরীর ভিক্ষা করে
লয়ে যাবে …
( জীবনানন্দ দাশ )

মরিতে চাহি না আমি
সুন্দর ভুবনে …
( রবীন্দ্রনাথ ঠাকুর )

মরণ রে
তুঁহু মম শ্যামসমান …
( রবীন্দ্রনাথ ঠাকুর )

মরণের কথা অফুরান । মানুষ অমর হতে চায় । কিন্তু তা যে অসম্ভব । তাহলে উপায় ? মৃত্যুকে ঠেকিয়ে রাখা , কিছুদিনের জন্য দূরে ঠেলে দেওয়া , তাও কি সম্ভব নয় ?
হয়তো কিছুটা সম্ভব । কারণ , এসে গেছে ডেথ ক্লক বা মৃত্যু-ঘড়ি । এই ঘড়ি নাকি বলে দেবে যে কোনো মানুষের মরণের দিনক্ষণ । কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই বিশেষ অ্যাপ-এ প্রায় ৬ কোটি ৩০ লক্ষ মানুষের জীবনযাত্রা সংক্রান্ত তথ্য পুরে দেওয়া হয়েছে ।

বর্তমানে নতুন এ আই ডেথ ক্লক ভাইরাল হয়ে উঠেছে । পিপলস-এর প্রতিবেদন অনুসারে , এই মৃত্যুঘড়িটি বিভিন্ন প্রম্পট্ ব্যবহার করে , যার মধ্যে রয়েছে বডি মাস ইনডেক্স , জন্ম-তারিখ , অ্যালকোহল এবং ধূমপান ফ্রিকোয়েন্সি , ফিটনেস , ডায়েট এবং বসবাসের দেশ ইত্যাদি । এইসব দেখেই বলে দেওয়া হয় সম্ভাব্য মৃত্যুর তারিখ ও সময় । চলুন , এখন জেনে নেওয়া যাক ‘ ডেথ ক্লক ‘ ওয়েবসাইট কী বলছে এ বিষয়ে । তারা বলছে , এটা একটা এ আই (artificial intelligence ) চালিত আয়ু ক্যালকুলেটর । আপনার জীবন ও যাপনের বিভিন্ন তথ্যের ভিত্তিতে এটি বলে দিতে পারে আপনার জীবন শেষের দিনক্ষণ । মজার ব্যাপার হলো , এই ওয়েবসাইটের লোগোটিও একটি কঙ্কালের । কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে একদল গবেষক বানিয়ে ফেলেছেন এই আশ্চর্য ঘড়িটি , যাকে বলা হচ্ছে মৃত্যু ঘড়ি বা ডেথক্লক ।

একজন মানুষের জীবনের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এই ঘড়ি জানিয়ে দেবে মানুষটির মৃত্যুর সম্ভাব্য তারিখ ও সময় । অ্যাপ প্রস্তুতকারী ডেভেলপার ব্রেন্ট ফ্রানসন জানান , প্রায় সাড়ে ছয় কোটি মানুষের ওপর পরীক্ষা চালিয়ে ১২০০- এর বেশি ডাটা সেট তৈরি করা হয়েছে ।

বিশেষজ্ঞরা বলছেন , ইতিমধ্যেই স্বাস্থ্য সচেতনদের মধ্যে এই অ্যাপের জনপ্রিয়তা বেড়েছে । এখনও অবধি প্রায় দেড় লাখ মানুষ এই অ্যাপ ব্যবহার করেছেন । বিশেষজ্ঞরা বলছেন , বেশি বেশি মানুষকে আরও বেশি স্বাস্থ্য সচেতন করে তুলতেই এই অ্যাপ বানিয়েছেন তাঁরা । তারই সঙ্গে ভবিষ্যতে কোনো মারণ রোগের আশঙ্কা থাকলে তাও জানিয়ে দেবে এই অ্যাপ । এমনকি কি কি করলে নিজের শরীরের হাল ফেরানো সম্ভব এবং সম্ভাব্য কঠিন রোগ প্রতিরোধ করার উপায় পর্যন্ত নাকি বাতলে দিতে পারে এই অ্যাপ ।

তাহলে কি বিধাতার নিয়ন্ত্রণ ,ঈশ্বরের ইচ্ছা , রাখে হরি মারে কে ইত্যাদি প্রচলিত প্রবাদের দিন ফুরোলো ? কৃত্রিম বুদ্ধিমত্তা কি শেষে খোদার ওপর খোদকারি করতে শুরু করলো ? আপনার উচ্চতা কতো ? বর্তমানে আপনার বয়স কতো ? ওজন কতো ? ঘুম কেমন হয় ? ঘুমের সমস্যা আছে কি ? নেশা করেন ? ব্যায়াম করেন প্রতিদিন ? এইসব জরুরি ও গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে চাইবে ‘ আয়ু মাপার অ্যাপ ‘ । তারপর নাকি আপনাকে নির্ভুলভাবে জানিয়ে দেবে আপনার শেষের সেদিন ! আপনি আগেভাগেই জেনে যাবেন আপনার পৃথিবী থেকে বিদায় নেওয়ার দিনটি।
ভয় পাচ্ছেন ? খুব চিন্তায় পড়ে গেলেন ? একদম চিন্তা করবেন না। কারণ , আপনার সম্ভাব্য মৃত্যুদিনটিকে কীভাবে অনেকটা পিছিয়ে দেওয়া যায় সেই মূল্যবান পরামর্শও
সম্ভবত আপনি পেয়ে যাবেন এই আশ্চর্য অ্যাপটি থেকেই ।

আরও পড়ুন – কোথায় গেল চৌকিদার? পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে মোদির তীব্র সমালোচনা শঙ্করাচার্যের

_

 

_

 

_

spot_img

Related articles

আমেরিকার আকাশে বিমান দুর্ঘটনা,উত্তর ক্যারোলিনায় প্রাইভেট জেট ভেঙে মৃত অন্তত ৭

মার্কিন আকাশ পথে ভয়াবহ দুর্ঘটনা (US plane crash)। উত্তর ক্যারোলিনায় (North Carolina) ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। উড়ানের...

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...