Sunday, August 24, 2025

মুখ খুলতেই দিলীপর গাড়িতে বিজেপি-র বিরোধী লবির হামলা, পরিস্থিতি সামাল রিঙ্কুর

Date:

রাজনৈতিক সৌজন্যে আমন্ত্রণ রক্ষায় বুধবার সস্ত্রীক দিঘার জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এর পরে বৃহস্পতিবার, সকালে নিজের দলেরই সাংসদ-বিধায়কদের ধুয়ে দেন তিনি। কিন্তু এর জেরে কোলাঘাটে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি (BJP) নেতা। দিলীপের গাড়ি আটকে দেন বিজেপি কর্মীরাই। তুমুল বচসার মাঝেই পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমে পড়েন তাঁর স্ত্রী রিঙ্কু (Rinku)।

এদিন দিঘা থেকে ফেরার পথে কোলাঘাটে চা চক্র ছিল দিলীপের (Dilip Ghosh)। তার জন্য নির্দিষ্ট জায়গা নির্বাচন করা হয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি পৌঁছতেই তাঁকে দেখে বিক্ষোভ দেখান দলেরই কর্মীদের একাংশ। দিলীপ যে চা চক্র নিয়ে কেন জেলা সভাপতিকে জানানো হয়নি, তা নিয়ে অভিযোগ তোলেন তিনি। দিলীপকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন দলের কর্মীরা, তখন পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন তাঁর সহধর্মিণী রিঙ্কু। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি।

এই প্রসঙ্গে দিলীপ বলেন, যাঁরা এই ধরনের অভিযোগ করছেন, তাঁরা আসলে পার্টিটাকে কবজা করতে চান। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে জানান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

এদিকে, মেদিনীপুরে বিজেপির জেলা পার্টি অফিসে দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা পরিয়ে জুতো দিয়ে ছবিতে মারার ঘটনা ঘটে। সেই পার্টি অফিসে জেলা সভাপতি যেতেই তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখানো হয়। গাড়িতে চড়, কিল। সভাপতিকে মারধরের চেষ্টা। কোন রকমে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে বাঁচলেও, মার খান দিলীপ ঘোষের অনুগামীরা। বর্তমান জেলা সভাপতি সমিতকুমার মণ্ডল দিলীপ ঘোষের অনুগামী বলে পরিচিত। তাঁর উপর চড়াও হন বিজেপির এক দল কর্মী সমর্থক।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version