শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নাটকটি পরিচালনা করেন শুদ্ধায়ন চট্টোপাধ্যায়। অভিনয় করেন সুব্রত মাঝি, শ্রেয়সী তালুকদার, সৌমেন দত্ত, সুপ্রিয় সুর, স্নেহা দাস, মানালি চট্টোপাধ্যায়, রিয়া পৌলমী, সৌপ্তিকা, দেবাংশু।

লকডাউন পরবর্তী সময়ে গোটা দেশ মূল্যবৃদ্ধির কারণে জেরবার। অধিকাংশ মানুষই কর্মহীন হয়ে এই পরিস্থিতির সামাল দিতে নাজেহাল হয়ে যাচ্ছে। এমন সময় এক সুপারমার্কেটে লুটপাট চালায় কয়েকজন মহিলা। সেই ঘটনাকে কেন্দ্র করেই দুটি পরিবারের কাহিনী এই নাটক।

আরও পড়ুন – চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

_

_

_

_

_

_

_

_
_
_
_
_