ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স(PBKSvMI) ম্যাচ সরে যেতে পারে ধরমশালা থেকে। এই মুহূর্তে ভারত-পাক সমস্যার জেরে চন্ডীগড় এবং ধরমশালা(Dharamshala), দুই জায়গাতেই বিমান বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত আগামী ১০ মে পর্যন্ত বন্ধ থাকবে বিমান বন্দরেই। আর তাতেই সমস্যা দেখা দিয়েছে আইপিএলে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স(MI) ম্যাচ হওয়া নিয়ে।

শোনাযাচ্ছে আগামী ১১ মে-তে হতে চলা এই ম্যাচ নাকি ধরমশালা থেকে সরে যেতে চলেছে। ধরমশালার(Dharamshala) পরিবর্তে সেই ম্যাচ হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যদিও এখনও পর্যন্ত সরকারীভাবে জানানো হয়নি। কিন্তু এমনটাই নাকি হতে চলেছে। আগামী ৮ মে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ রয়েছে। এই দুই দল অবশ্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেখানে। সূচী অনুযায়ী সেই ম্যাচও চলবে এখানে

শোনাযাচ্ছে দিল্লি ক্যাপিটালস নাকি সড়ক পথেই ফিরতে চলেছে সেখান থেকে। যদি ম্যাচ সরে যায় সেক্ষেত্রে পঞ্জাব কিংসকেও হয়ত সড়ক পথেই ফিরতে হবে দিল্লি পর্যন্ত। ম্যাচ যে মোটামুটি সরে যেতে চলেছে তা একপ্রকার স্পষ্ট।

অন্যদিকে ভারতের প্রত্যাঘাতের পরই শুরু হয়েছল নতুন জল্পনা। এমন অশান্তির বাতাবরণে আইপিএল চলবে তো। সেই বিষয়ে অবশ্য এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে নিশ্চিত করা হয়েছে বিসিসিআইয়ের এক সূত্রের তরফে। আগামী ২৫মে আইপিএলের ফাইনাল। এই মুহূর্তে লাস্ট ল্যাপ চলছে আইপিএলের। শোনাযাচ্ছে আইপিএলের সূচীতে নাকি কোনওরকমের পরিবর্তন আসবে না।

–

–

–

–

–

–

–
–
–
–
–