আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই ঘটনা দেশের পক্ষে অপমানজনক। মত তৃণমূল সাংসদ সৌগত রায়ের।

ট্রাম্পের মধ্যস্থতার দাবি ইতিমধ্যেই উড়িয়ে দিয়েছে ভারত। প্রথমে ভারতীয় সেনাবাহিনী পক্ষে থেকে ও পরে প্রধানমন্ত্রী ট্রাম্পের দাবি নস্যাৎ করে দিয়েছেন। তবে, ট্রাম্পের দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌগত রায়। তাঁর কথায়, নিজেকে ছোট করেছে ভারত।

সৌগত বলেন, ”ট্রাম্পের মধ্যস্থতা মেনে নিয়ে নিজেকে ছোট করেছে ভারত। ইউক্রেনের মতো দেশও ট্রাম্পের কথা শোনেনি। ট্রাম্পের টেলিফোনে সব মিটে গেল! পুরো ব্যাপারটা ভারতীয় হিসাবে অপমানে লেগেছে। সাংসদের কথায়, ট্রাম্প বলেছেন আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি- এটা সবচেয়ে অপমানজনক। ইউক্রেনের মতো দেশ ট্রাম্পের কথা মানেনি। হামাস শোনেনি। কিন্তু ভারত মেনে নিল। যদিও এই সৌগতের কথার বিরোধিতা করেছে বিজেপি।

আরও পড়ুন – তুর্কি বয়কটের ডাক RSS-এর, চিন-তুরস্কে দ্বিচারিতা ভারতের

_
_

_

_

_

_


_

_

_

_

_