Sunday, November 2, 2025

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

Date:

Share post:

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস চলছে। অথচ তার মধ্যে দিয়েই গোপণে পাচার হয়ে যাচ্ছে দেশের নিরাপত্তার তথ্য। কিন্তু কোন কোন শহরের তথ্য জ্যোতি মালহোত্রা ফাঁস করেছে? খোঁজ চালিয়েই চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের। সেই তালিকায় যেমন রয়েছে কেরালা, তেমনই রয়েছে কলকাতাও (Kolkata)। শহরের একাধিক এলাকার ছবি উঠে এসেছে তার ভ্লগে (vlog)। এবার সেই সব ভিডিও নিয়েও তদন্তে পুলিশ।

শিয়ালদহ স্টেশন (Sealdah station), ব্যারাকপুরের (Barrackpur) দাদা-বৌদির বিরিয়ানি থেকে শেওড়াফুলির (Seoraphuli) বিয়েবাড়ি। গোয়েন্দাদের নজরে জ্যোতি মালহোত্রার একাধিক ভ্লগ। রাজ্যের গুরুত্বপূর্ণ এলাকাগুলি পাকিস্তানের চর জ্যোতির ভ্লগে উঠে আসায় এবার তদন্তের আওতায় আসছে এই রাজ্যও। মাত্র তিন মাস আগে এই শহরে এসে গুরুত্বপূর্ণ এলাকার ভিডিও ও লাইভ করেছিল জ্যোতি। উঠে এসেছে মোহিত নামে এক ব্যক্তির নামও।

এর আগে পুরীর ভিডিও তৈরির সূত্র ধরে জ্যোতির সঙ্গী আরেক ইউটিউবার (YouTuber) প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়েন্দারা। যে চরবৃত্তি জ্যোতি করত, তার সঙ্গে কোনও যোগ রয়েছে কি না ওড়িশার প্রিয়াঙ্কা সেনাপতি, তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা। এবার সেই তালিকায় জুড়তে চলেছে এই রাজ্যের নামও। ইতিমধ্যেই একাধিক ইউটিউবারের সঙ্গে জ্যোতির (Jyoti Malhotra) যোগের তথ্য পেয়েছেন গোয়েন্দারা, যারা সবাই পাকিস্তানে তথ্য পাচারে যুক্ত ছিল।

এই শহরে তিন মাস আগে আসে জ্যোতি (Jyoti Malhotra)। সে শিয়ালদহ স্টেশনের (Sealdah station) বাইরে দীর্ঘ ভিডিও বানায়। শহর তথা উত্তরপূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই স্টেশনে কেন ভিডিও বানিয়েছিল জ্যোতি, উঠেছে সেই প্রশ্ন। সেই সঙ্গে উঠে এসেছে ব্যারাকপুরের (Barrackpur) ভিডিও। সেনা ক্যান্টনমেন্ট ব্যারাকপুর দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই ব্যারাকপুরে বিরিয়ানির ভিডিও প্রকাশ্যে এসেছে। ব্যারাকপুরের অন্য কোনও ভিডিও সে করেছিল কি না, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

গঙ্গা পার করেও জ্যোতির আনাগোনা ছিল। শেওড়াফুলিতে (Seoraphuli) একটি বিয়েবাড়ির ভ্লগ রয়েছে জ্যোতির অ্যাকাউন্ট থেকে। সেই বিয়েবাড়ির সঙ্গে যুক্ত মোহিত নামে এক যুবককে দেখা গিয়েছে জ্যোতির সঙ্গে। পুরীর ক্ষেত্রে প্রিয়াঙ্কাকে নিয়ে কাজ করায় তাকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। সেক্ষেত্রে মোহিতকে চিহ্নিত করার কাজ চালাতে পারেন তাঁরা, তৈরি হয়েছে সম্ভাবনা।

spot_img

Related articles

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...