পূর্ব মেদিনীপুরের তমলুক ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করল তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুই সাংগঠনিক জেলায় আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করা হয়। মঙ্গলবার দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নতুন কোর কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই এই দুই জেলায় নতুন কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছিলেন। সেইমতোই আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপার্সন করে কোর কমিটি তৈরি করা হয়েছে দুই জেলায়। তমলুকে কোর কমিটিতে রয়েছেন অস্তিক চট্টোপাধ্যায়, প্রদীপ দে, অসীম মাজি, শঙ্কর দণ্ডপাট, শ্যামল মাইতি, সুদীপ্ত ভক্ত, শেখ আলমগীর ও আলম জিলানি। একইভাবে দুর্গাপুরের আইএনটিটিইউসি কোর কমিটিতে রয়েছেন মানস অধিকারী, রাজেশ কোনার, ভুবনেশ্বর মুখোপাধ্যায়, সুশান্ত রায়, লিটন সরকার, অভিষেক দে, হরদীপ সিং ওরফে বান্টি, দেবব্রত কেশ, পূর্ণ নন্দ চট্টরাজ, শেখ আমিনুর রহমান ও আকবর আলি।

–

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–