Thursday, August 28, 2025

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। তাঁর সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই তোলপাড় ভারতীয় ক্রিকেট মহল। এবার বিরাট কোহলিকে চিঠি লিখলেন তাঁর এক ক্ষুদে ভক্ত। তাঁর বাবাও অবশ্য ভারতীয় ক্রিকেটের একজন তারকা। কিন্তু মেয়ে বিরাট(Virat Kohli) ভক্ত। সেই জন্যই তো বিরাট কোহলি কেন অবসর নিলেন তা জানতেই বিরাটকে মেসেজ করলেন হরভজন সিংয়ের(Harbhajan Singh) কন্যা হিনায়া(Hinaya)। আর সেই খবরেই নেট পাড়া আবেগতাড়িত।

আইপিএলের চলার মাঝেই সকলকে চমকে দিয়েছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই বিরাটকে নিয়েও একটা জল্পনা শুরু হয়েছিল। যদিও সেই সময় বিরাটের তরফ থেকে সেভাবে কোনও ইঙ্গিত ছিল না। অনেকেই মনে করেছিলেন বিরাট হয়ত এমন কিছু এত তাড়াতাড়ি করবেন না। কিন্তু সমস্ত কিছুকে ভুল প্রমাণ করে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি।

এরপরই প্রাক্তন থেতে বিশেষজ্ঞরা বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে ননান কথাবার্তা বলতে শুরু করেছিলেন। সেই তালিকাতে হরভজন সিংয়ের নামও ছিল। এবার বিরাটকে আবেগতাড়িত মেসেজ করলেন হরভজন তনয়া হিনায়া। ছোট্ট হিনায়া(Hinaya) লিখেছে, “আমি হিনায়া। তুমি কেন এমনভাবে অবসর নিলে”?

বিরাট কোহলিও কিন্তু তাঁর ছোট্ট ভক্তকে হতাশ করেননি। সঙ্গে সঙ্গে উত্তর পাঠিয়েছেন , “বাবু এটাই সময় ছিল”।

দুজনের আলাপচারিতার কথা সামনে আসার পর থেকেই নেট পাড়ার নাগরিকরা বেশ আপ্লুত। নানান মন্তব্যও শোনা যাচ্ছে। বিরাটকে নিয়ে যে ক্রিকেট প্রেমীদের মধ্যে এখনও কতটা উচ্ছ্বাস তা হয়ত এইণ ঘটনা থেকেই স্পষ্ট।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version