সিন্ধু জল চুক্তি (IWT) ভারত অমান্য করার পর থেকেই জল সংকটে পাকিস্তান। তবে মুখে সে কথা প্রকাশ্যে স্বীকার করেনি শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। তলায় তলায় ভারতের কাছে জলের জন্য দরবার থেমে নেই পাকিস্তানের। তারই মধ্যে রাষ্ট্রসঙ্ঘের মঞ্চ থেকে পারমাণবিক যুদ্ধের (nuclear water war) হুঁশিয়ারি পিপিপি চেয়ারম্যান বিলাবল ভুট্টোর (Bilawal Bhutto)। এরপরেও রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে (UNSC) কোনও কমিটির চেয়ারম্যান পাকিস্তান ও কোথাও ভাইস চেয়ারে বিলাবলেরই দেশ।
পহেলগাম হামলার (Pahalgam attack) জবাব দিতে পাকিস্তানকে জলে মারার নীতি নিয়েছিল ভারত। ভারতীয় উপমহাদেশে গরম বাড়তেই সিন্ধু জলচুক্তি (IWT) ভারতের পক্ষ বাতিল করার ফল ভুগছে পাকিস্তান। মে মাস থেকে জুনের প্রথম ভাগ পর্যন্ত চারবার চিঠি পাঠিয়ে ফেলেছেন পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলি মুর্তাজা। যদিও ভারতের পক্ষ থেকে বারবার স্পষ্ট করে দেওয়া হয়েছে রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না।

বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে চেনাব থেকে সিন্ধুর জল পাকিস্তানে না বওয়ার কারণে নদীবক্ষ ধূ ধূ বালির ভূমিতে পরিণত হয়েছে। তারপরেও ভারতের বিরুদ্ধে হুমকি দিতে পিছপা হচ্ছে না পাকিস্তানের রাজনৈতিক নেতারা। পিপিপি চেয়ারম্যান এবার হুঁশিয়ারি দিলেন, আবহাওয়া পরিবর্তনের এই যুগে জল সংকট ও জল যুদ্ধ নতুন নীতি হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের জল বন্ধ করে ভারত প্রথম পারমাণবিক জল যুদ্ধকে (nuclear water war) ডেকে আনছে। আমরা আগেও বলেছিলাম আমাদের জল বন্ধ করা যুদ্ধকে ডেকে আনার সামিল হবে।

–

–

–

–

–

–

–
–
–
–
–


