Monday, August 25, 2025

ঝলসে যাওয়া শরীরের অংশ, দেহ! সনাক্তকরণের অপেক্ষায় দুই শতাধিক দেহাবশেষ

Date:

Share post:

বিমানের যাত্রী ২৪১ জনই মৃত। বিজি মেডিক্যাল কলেজের হোস্টেলে থাকা চিকিৎসকদের মধ্যে কতজন মৃত সেই সংখ্যা এখনও অপ্রকাশিত। সেই সঙ্গে জানা যায়নি মেঘানিনগরের স্থানীয় এলাকার কত মানুষ এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনার শিকার। তবে একদিকে যেমন বিজি মেডিকেল (B G Medical College) কলেজের বাইরে পরিজনদের ছবি, পরিচয়পত্র হাতে ভিড় জমিয়েছেন বিভিন্ন এলাকার মানুষ, তেমনই হাসপাতালের মর্গে (morgue) পূর্ণাঙ্গ থেকে দেহের অংশ জমা হয়েছে প্রায় ২০০ মানুষের। ঝলসে যাওয়া দেহ সনাক্তকরণে (identify) নতুন যুদ্ধ বিজি মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদিকে নিখোঁজের সংখ্যাও এখনও অজানা।

শুক্রবার দুপুর পর্যন্ত আমেদাবাদের সিভিল হাসপাতাল থেকে ৬ টি দেহ সনাক্তকরণের পরে পরিজনদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছিল। দুপুর পর্যন্ত সেখানে ২৬৫ দেহ ও দেহাংশ এসে পৌঁছেছিল যার অধিকাংশই সনাক্ত (identify) করা সম্ভব হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অন্তত ২১৫ মৃত ব্যক্তির পরিজনেরা হাসপাতালে দেহের দাবি করে জড়ো হয়েছিলেন। শুরু হয়েছে তাঁদের থেকে ডিএনএ (DNA) সংগ্রহের কাজ।

বিজি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অন্তত ৭২ ঘন্টা সময় লাগবে এই ডিএনএগুলি (DNA) মেলাতে। তারপর সম্ভব হবে দেহ তুলে দেওয়া। বৃহস্পতিবার দুর্ঘটনার পর থেকে যেভাবে দেহ উদ্ধার হয়েছে তাতে পরিজনদের খুঁজে বার করা সম্ভব নয় আত্মীয়দের পক্ষেও। তার মধ্যে যেমন বিমান যাত্রী রয়েছেন, তেমনই রয়েছেন হাসপাতালের চিকিৎসক, কর্মী থেকে স্থানীয় বাসিন্দারা। এখনও পর্যন্ত হাসপাতালে চার পড়ুয়া এবং একজন চিকিৎসকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

যেভাবে বৃহস্পতিবার দুর্ঘটনার পর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল দেহ তার খানিকটা বর্ণনা দিয়েছিলেন হাসপাতালেরই পড়ুয়া চিকিৎসকরা। তাঁরা জানান মাত্র কিছুক্ষণ সময়ের মধ্যে তাঁরা নিজেরাই অন্তত ২৫ থেকে ৩০ জনের দেহ ধ্বংসস্তূপের তলা থেকে বার করেছিলেন। যারা সেই সময় হাসপাতালে দুপুরের খাবার খাচ্ছিলেন। তবে সবার আগে তাঁরা ক্যান্টিনের সিলিন্ডারগুলিকে সরিয়ে ফেলার ব্যবস্থা করেন। যে কারণে বিমানের বিস্ফোরণের পরে ছড়িয়ে পড়া আগুনে খানিকটা হলেও কমানো গিয়েছে ক্ষয়ক্ষতি।

শুক্রবার সকালেও বিজি মেডিকেল কলেজ (B G Medical College) হাসপাতাল চত্বরে দেখা যায় বহু আহত চিকিৎসকদের। বিস্ফোরণের সময় তাঁরা ঘরে আটকে পড়ার পর প্রাণ বাঁচাতে কেউ দোতলা, কেউ তিনতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন। এক চিকিৎসক জানান, তাঁর দু বছরের কন্যা চারতলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচায়। স্থানীয় বাসিন্দারাই তাঁকে বাঁচাতে মূল ভূমিকা নিয়েছিলেন। একদিকে আহতদের চিকিৎসা, অন্যদিকে নিহতদের সনাক্তকরণের ঘিরে কবে ছন্দে ফিরবে বিজি মেডিকেল কলেজ, তা এখনও কল্পনা করতে পারছেন না চিকিৎসকরা।

spot_img

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...