Friday, November 14, 2025

হাসপাতালে ভর্তি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপাতত স্থিতিশীল বিজেপি সাংসদ 

Date:

বমি ও অসহ্য পেটে ব্যথা নিয়ে শনিবার রাতে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। মেডিসিন বিভাগের ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে প্রাক্তন বিচারপতির। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি, এমনটাই হাসপাতাল সূত্রে জানা গেছে। বয়সজনিত সমস্যার পাশাপাশি খাওয়া-দাওয়ার অনিয়মের কারণেই এতটা বাড়াবাড়ি বলে মনে করছেন চিকিৎসকরা। আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগছেন। তিনি ‘অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস উইথ গ্যাস্ট্রোইনটেস্টিনাল সেপসিস’-এ আক্রান্ত।চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই টিমে রয়েছেন অভ্যন্তরীণ চিকিৎসা ও ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং জিআই সার্জনরা। আপাতত আই সি ইউতেই থাকতে হবে বিজেপি সাংসদকে।

বিজেপি (BJP) সূত্রে জানা গেছে, তমলুকের সাংসদ রাতে বাড়িতে পেটে ব্যথায় এতটাই কাতর ছিলেন যে উঠে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। বেশ কয়েকবার বমিও করেন তিনি। এরপরই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে বলে জানা গেছে। সার্জারি বিভাগের চিকিৎসকরা প্রাক্তন বিচারপতির স্বাস্থ্যের পরীক্ষা করেছেন। আপাতত চিন্তার কিছু নেই।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version