Sunday, August 24, 2025

হাসপাতালে ভর্তি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপাতত স্থিতিশীল বিজেপি সাংসদ 

Date:

বমি ও অসহ্য পেটে ব্যথা নিয়ে শনিবার রাতে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। মেডিসিন বিভাগের ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে প্রাক্তন বিচারপতির। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি, এমনটাই হাসপাতাল সূত্রে জানা গেছে। বয়সজনিত সমস্যার পাশাপাশি খাওয়া-দাওয়ার অনিয়মের কারণেই এতটা বাড়াবাড়ি বলে মনে করছেন চিকিৎসকরা। আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগছেন। তিনি ‘অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস উইথ গ্যাস্ট্রোইনটেস্টিনাল সেপসিস’-এ আক্রান্ত।চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই টিমে রয়েছেন অভ্যন্তরীণ চিকিৎসা ও ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং জিআই সার্জনরা। আপাতত আই সি ইউতেই থাকতে হবে বিজেপি সাংসদকে।

বিজেপি (BJP) সূত্রে জানা গেছে, তমলুকের সাংসদ রাতে বাড়িতে পেটে ব্যথায় এতটাই কাতর ছিলেন যে উঠে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। বেশ কয়েকবার বমিও করেন তিনি। এরপরই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে বলে জানা গেছে। সার্জারি বিভাগের চিকিৎসকরা প্রাক্তন বিচারপতির স্বাস্থ্যের পরীক্ষা করেছেন। আপাতত চিন্তার কিছু নেই।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version