Wednesday, August 20, 2025

পুনের সেতু বিপর্যয়ে মৃত ২, দাবি ফাড়নবিশের! দুর্ঘটনার পরম্পরায় কটাক্ষ মমতার

Date:

গাফিলতিতে দুর্ঘটনা লেগেই রয়েছে। কারো অপরাধে বহু মৃত্যু যেন পিছু ছাড়ছে না দেশবাসীর। রেলপথে দুর্ঘটনার পরে নাগরিক বিমান পরিষেবা, এমনকি সড়ক পথেও দুর্ঘটনা প্রতি মুহূর্তে আতঙ্কে রাখছে নাগরিকদের। রবিবার মহারাষ্ট্রের (Maharashtra) পুনেতে সেতু বিপর্যয়ে ২ জনের মৃত্যুর দাবি করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis)। এই ঘটনায় বিস্ময় ও আহত বলে দাবি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)।

পুনের (Pune) কুণ্ডমালায় সেতু বিপর্যয়ে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ ও মহারাষ্ট্র প্রশাসন। একদিকে ইন্দ্রায়ানি নদীর স্রোতে একাধিক মানুষের ভেসে যাওয়ার দাবি করেন স্থানীয়রা। সেই সঙ্গে ভেঙে পড়া লোহার সেতুর তলায় ২০ থেকে ২৫ জনের আটকে পড়ার দাবি করছেন এনডিআরএফ কর্তারা। নদিতে ভেসে যাওয়ার কথা স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী ফাড়নবিশও (Devendra Fadnavis)। তাঁদের জন্য অনুসন্ধানও জারি রয়েছে বলে জানান তিনি। তথ্য পেশ করে ফাড়নবিশ জানান, এখনও পর্যন্ত ৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা গুরুতর আহত। আরও ৩২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রীর দাবি থেকেই স্পষ্ট, দুর্ঘটনার সময়ে ওই পুরোনো সেতুতে কত বেশি সংখ্যায় পর্যটক ছিলেন। এই ঘটনায় শোক প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) দাবি করেন, সাম্প্রতিক সময়ে রেলপথে, যাত্রীবাহী বিমান থেকে এখন সাধারণ রাস্তাতেও দুর্ঘটনার যে সারি, তাতে আমি বিস্মিত ও আহত। আজ পুনের (Pune) কাছে ইন্দ্রায়ানি নদীতে যে সেতু বিপর্যয়ের ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। এই সেতু দুর্ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে, এমনকি বহু মানুষ এখনও নিখোঁজ।

সেই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, মৃতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা, যদিও আমরা এখনও অপেক্ষা করে রয়েছে তাঁদের বেঁচে ফেরার খবর পাওয়ার জন্য। আসুন দুর্ঘটনার শিকার ব্যক্তিদের জীবিত থাকার উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি।

Related articles

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...
Exit mobile version