ফাঁসির সাজা রদ! আড়াই বছরের শিশুর ধর্ষণ খুনে ৫০ বছরের যাবজ্জীবন

Date:

Share post:

ধর্ষণ এবং ধর্ষণ খুনের মতো গুরুতর অপরাধে দ্রুত বিচার, রায় ঘোষণা ও চরম শাস্তির মধ্যে দিয়ে বিচার দিতে বাংলার সরকারই অপরাজিতা আইন আনতে চেয়েছে। সেই পদক্ষেপ যে কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্ট হল শিশুকে ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির (death penalty) সাজাপ্রাপ্তর অপরাধীর সাজা কমে যাওয়ায়। দীর্ঘ সময় ধরে চলা মামলায় নিম্ন আদালতের ফাঁসির সাজা বদলে যাবজ্জীবনের সাজা ঘোষণা হল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)।

খিদিরপুরে ২০১৩ সালে এক আড়াই বছরে নাবালিকার ধর্ষণ খুনের ঘটনা ঘটে। যে অভিযোগের তদন্তের পরে ২০১৯ সালে সেশন কোর্ট অপরাধী সুরেশ পাসোয়ানের ফাঁসির সাজা দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে অপরাধী সুরেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়। সেই মামলার রায় দিতে গিয়েই ফাঁসির সাজা (death penalty) রদ করে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রসিদির ডিভিশন বেঞ্চ। ঘোষণা করা হয় যাবজ্জীবন সাজার।

নিম্ন আদালতে এই বিচার চলাকালীন নির্যাতিতা নাবালিকার পক্ষের আইনজীবী আড়াই বছরের নাবালিকার ধর্ষণ খুনের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে দাবি করেছিলেন। আইনজীবীর দাবিকে সমর্থন জানিয়ে বিচারক ফাঁসির সাজা ঘোষণা করেছিলেন। সেই মামলাতেই এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলতে অস্বীকার করল কলকাতা হাই কোর্ট। যেহেতু অপরাধী নিজের অপরাধ স্বীকার করে, তাই এই ঘটনাকে বিরলতম বলতে অস্বীকার আদালতের।

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, কোনওভাবেই এটা প্রমাণিত নয় যে এই খুনের ঘটনা পরিকল্পিত বা পুরোনো কোনও শত্রুতার জেরে করা হয়েছিল। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করে বলা হয়, অনেক ক্ষেত্রেই খুনের ঘটনায় ফাঁসির সাজা দেওয়া হয় না। যেহেতু এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়, তাই ফাঁসির সাজা রদ করে হাই কোর্ট। তবে অভিযুক্ত সুরেশ পাসোয়ানকে ন্যূনতম ৫০ বছরের জেলের সাজা দেওয়া হয়।

spot_img

Related articles

দুর্গাপুর গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও ১: ড্রোন উড়িয়ে জঙ্গলে তল্লাশিতে ধৃত

রবিবার দিনভর ড্রোন উড়িয়ে ধর্ষণে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়েছিল পুলিশ। সেই তল্লাশিতেই গ্রেফতার চতুর্থ অভিযুক্ত (accused)। এখনও অধরা...

বর্ষা বিদায়ে সুখবর: কমতে শুরু করছে আর্দ্রতা, কুয়াশার সতর্কতা

মৌসুমি বায়ুর বিদায়ে শীতের আগমনবার্তা বাংলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে প্রায় নেই। অন্যদিকে উত্তরবঙ্গে শুরু হচ্ছে শীতের...

ত্রিপুরায় ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে খুন! ধর্ষক পালালো অসমে

মহিলাদের প্রতি সামগ্রিক মানসিকতা বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে তলানিতে এসে ঠেকেছে ফের একবার প্রমাণ মিলল বিজেপির ত্রিপুরায় (Tripura)।...

ফের ধস উত্তরবঙ্গে, চারদিন বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

গোটা রাজ্য থেকে মৌসুমী বায়ু বিদায় নিলেও উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে। উত্তরবঙ্গে...