কখনও প্রযুক্তিগত সমস্যা কখনওবা যান্ত্রিক ত্রুটির কারণে বারবার পিছিয়ে যাচ্ছে ভারতীয় বায়ু সোনার ক্যাপ্টেন শুভাংশু শুক্লার (Shubhangshu Shukla) ঐতিহাসিক মহাকাশ যাত্রা। ফের একই ঘটনার পুনরাবৃত্তি। গত ১৪ জুন ইসরো (ISRO) জানিয়েছিল আগামী বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত এএক্স-০৪ মিশনের উড়ান সম্পন্ন হবে। কিন্তু একদিন আগে জানা গেল ১৯ নয় বরং আগামী ২২ জুন (রবিবার) ড্রাগন ক্যাপসুলে চড়ে মহাকাশ যাত্রা করবেন শুভাংশু শুক্লা (Shubhangshu Shukla)। যদিও এই মিশন কখন শুরু হবে সেই সময় সম্পর্কে নির্ধারিত করে নাসা (NASA) বা স্পেসএক্সের তরফ থেকে কিছু জানানো হয়নি।

অ্যাক্সিওম ৪ (AX 04) মিশনে ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক ক্রু-র সঙ্গে যোগ দিয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। নাসার (NASA) সঙ্গে যৌথ গবেষণাতেও দেবেন। পাশাপাশি মহাকাশ স্টেশনে (International Space Station) তিনি ভারতের তৈরি সাতটি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। এর জন্য গত প্রায় এক-দেড় বছর ধরে চলেছে তাঁর ট্রেনিং প্রক্রিয়া। এই অভিযানে ক্যাপ্টেন হিসেবে যাচ্ছেন তিনি ফলে আইএসএসের (ISS ) সঙ্গে ডকিং- আনডকিং প্রক্রিয়ার নিয়ন্ত্রণ থাকবে তাঁরই হাতে।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–