Saturday, November 1, 2025

তেরঙাকে সরিয়ে গেরুয়া জাতীয় পতাকার সুপারিশ: গৈরিকীকরণে বিজেপি নেতা!

Date:

ধর্মীয় মেরুকরণের সব মাত্রাই ২০২৪ লোকসভা নির্বাচনের আগে ছাড়িয়ে গিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। ফলে বিজেপি নেতাদের ধর্মীয় উসকানিমূলক বার্তা এখন আর নতুন কিছু নয়। তবে এবার দেশের সার্বভৌমত্বকে আঘাত প্রাক্তন বিজেপি কেন্দ্রীয় কমিটির সদস্যের। সরাসরি দেশের জাতীয় পতাকাকে (National Flag) গেরুয়া করে দেওয়ার সুপারিশ কেরালার (Kerala) বিজেপি নেতা এন শিবরাজনের। এখানেই স্পষ্ট হয়ে যায়, বিজেপি কীভাবে দেশ থেকে বহুত্ববাদ (pluralism), দেশের ইতিহাস মুছে ফেলার রাজনীতি করছে তা নিয়ে তোপ বাংলার শাসক দল তৃণমূলের।

সম্প্রতি কেরালার রাজভবনের একটি অনুষ্ঠানে ভারতমাতার ছবির হাতে গেরুয়া পতাকা (saffron flag) নিয়ে বিতর্কের সূত্রপাত। কেরালা সিপিআইএম ও কংগ্রেসের তরফ থেকে এই ঘটনায় রাজভবনের প্রতি তীব্র কটাক্ষ করা হয়। বাম মন্ত্রীরা রাজভবনের সেই অনুষ্ঠান বয়কটও করে। পাল্টা কেরালার বিজেপি নেতারা রাজভবনের কীর্তিকে সমর্থন করে পথে নামে। তারা গৈরিকীকরণের এই পদক্ষেপকে স্বাগত জানায়।

সেই বিতর্ককে নতুন মাত্রা দেয় বিজেপি নেতারা। বিজেপির অন্যতম বড় নেতা এন শিবরাজন দাবি করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তেরঙা জাতীয় (Tricolour) পতাকাকে সরিয়ে এবার জাতীয় পতাকা গেরুয়া (saffron) রঙের হওয়া প্রয়োজন। এভাবে দেশের জাতীয় পতাকার অবমাননায় তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে কংগ্রেস।

জাতীয় পতাকার এই অবমাননায় আদতে যে বিজেপির মূল উদ্দেশ্য স্পষ্ট হচ্ছে, তা তুলে ধরে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের তরফে জানানো হয়, এটা একটা উসকানি এবং ইউএপিএ (UAPA) ধারায় মামলা হওয়া উচিত। বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে এরপরেও কোনও একটিও শব্দ খরচ করা হয়নি এই প্রসঙ্গে। কেন? কারণ শিবরাজন শুধু বিজেপির বাস্তবের বিশ্বাসকেই বলে ফেলেছেন।

এই ঘটনায় বিজেপির উদ্দেশ্য যেভাবে স্পষ্ট হয়েছে তা তুলে ধরে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, বিজেপি চায় ভারতের বহুত্ববাদ (pluralism) মুছে ফেলতে। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের কৃতিত্বকে মুছে ফেলতে চায়। বিকৃত করতে চায় ইতিহাস। একটি বিবিধ ও গণতান্ত্রিক জাতির উপর এক-দল, এক-শাসন কায়েম করতে চায়।

Related articles

ফের ট্রেন বাতিলের ঘোষণা, ভোগান্তির আশঙ্কা হাওড়া ডিভিশনের যাত্রীদের!

রেলের রক্ষণাবেক্ষণের কাজের (Railway Maintenance Work) জন্য আগামী সপ্তাহের শুরুতেই হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষনা পূর্ব...

সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ড, গুরুতর আহত কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর 

বাড়িতে গ্যাস সিলিন্ডার লাগাতে গিয়ে দুর্ঘটনা, আগুনে পুড়ে গুরুতর আহত কলকাতা পুলিশের (Kolkata Police) অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সঞ্জয় কুণ্ডুর...

উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণে শুকনো আবহাওয়া শনিতে!

ঘূর্ণিঝড়ের প্রভাব কেটেছে অনেকটাই। শুক্রবার এরপর শনিবার সকাল থেকেও দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির (Rain) দেখা মেলেনি। রবিবার থেকে...

ভাড়া বাড়িতে শাহরুখ, জন্মদিনে মন্নতের বারান্দায় দেখা দেবেন না ‘বাজিগর’!

নভেম্বর মাস পড়া মানেই দ্বিতীয় দিনের অপেক্ষায় শাহরুখ (Shahrukh Khan) অনুরাগীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেতার জন্মদিন যেন কিং...
Exit mobile version