Thursday, December 25, 2025

যশস্বীকে নিয়ে চিন্তিত গম্ভীর, বদলাতে পারে ফিল্ডিং পজিশন

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবুও যেন যশস্বীকে নিয়ে খুশি নন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আর তার কারণটা হল ফিল্ডিং। গত ম্যাচে দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স দেখালেও, তাঁর গোটা ম্যাচের পারফরম্যান্স নিয়ে নাকি একেবারেই খুশি নন গৌতম গম্ভীর। বিশেষ করে যশস্বীর (Yashasvi Jaiswal) ফিল্ডিংয়ে সমস্যার জন্য। সেই কারণেই বদল হতে পারে এই তরুণ ক্রিকেটারের ফিল্ডিংয়ের পজিশনও।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাঁচটি সেঞ্চুরির মধ্যে একটি ছিল যশশ্বী জয়সওয়ালেরও (Yashasvi Jaiswal)। তবুও সেই ম্যাচ হেরেছিল ভারতীয় দল। তার পিছনে অন্যতম প্রধান কারণ যে যশস্বী জয়সওয়ালের চারটি ক্যাচ ফস্কানো তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি ক্যাচ মিস করেছিলেন তিনি। তারই খেসারত দিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সেই ম্যাচ হেরে গিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে নামার আগে সেদিকেই সবচেয়ে বেশি নজর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের।

তিনি নাকি যশস্বীর এই ফিল্ডিং পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশি নন। এমনকি তিনি নাকি প্রস্তুতির মাঝেই যশস্বীর সঙ্গে আলাদা করে আলোচনাও করেছে এই বিষয় নিয়ে। কারণ গত ম্যাচের ভুল যাতে এজবাস্টনেও না হয় সেদিকেই নজর রয়েছে তাঁর।

শোনা যাচ্ছে সেই কারণেই নাকি এবার ফিল্ডিং পজিশনেও বদল আসতে চলেছে যশস্বী জয়সওয়ালের। প্রথম ম্যাচে তিনি স্লিপে ফিল্ডিং করেছিলেন। কিন্তু তাঁর হাত দিয়েই চারটি ক্যাচ ফস্কে গিয়েছিল। শোনা যাচ্ছে এই ম্যাচে নাকি দুজন স্পিনার খেলানো হতে পারে। সেই কারণে যশস্বীকে স্লিপে রাখার খুব একটা ঝুঁকি নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ফিল্ডিংয়ের দিকেই এখন ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রধান নজর রয়েছে। গৌতম গম্ভীর নাকি ফিল্ডিংয়ের দিকে ভুল শোধরানোর নির্দেশও দিয়েছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...