রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে মঙ্গলবার ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্দিকুল্লা জানিয়েছেন, প্রায় পাঁচ মিনিট কথা হয়েছে তাঁদের। সিদ্দিকুল্লা বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে সব জানিয়েছি। তিনি বিচারের আশ্বাস দিয়েছেন। আশা করছি, সুবিচার করবেন।’’ তিনি এ-ও জানিয়েছেন যে, ঘটনায় সাত জনের গ্রেফতারির কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রীর কাছে। তিনি বলেন, ‘‘পুলিশ জানে কারা অপরাধী। আমি নাম দিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন, কোনও জায়গায় এমন ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ করবেন তিনি।’’

জানা গিয়েছে, ৩ জুলাই একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার স্থান মালডাঙা পরিদর্শনে যান মন্ত্রী। সকাল দশটা নাগাদ পরিদর্শনে গিয়ে হঠাৎই তীব্র বিক্ষোভের মুখে পড়েন তিনি। ঘটনায় এতটাই ক্ষুব্ধ হন তিনি যে, পদত্যাগের কথাও জানান। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আপাতত সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়েই আস্থা রেখেছেন বলে জানিয়েছেন সিদ্দিকুল্লা।

তাঁর ওপর হামলার ঘটনায় দলের একাংশের বিরুদ্ধেই আঙুল তুলেছিলেন সিদ্দিকুল্লা। শুধু তা-ই নয়, পুলিশের বিরুদ্ধেও নীরব দর্শকের ভূমিকা পালন করার অভিযোগ তুলেছিলেন তিনি।

আরও পড়ুন – জ্যোতি-বিভক্ত বিজেপি: তথাগতর ‘শয়তান’, শমীকের শ্রদ্ধা


_


_
_

_
_
_

_

_

_

_

_