ইস্টবেঙ্গলের (Eastbengal) পাখির চোখ ডুরান্ড কাপ। পূর্ণশক্তি নিয়ে এই প্রতিযেগিতায় নামতে চাইছে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু প্রথম ম্যাচেই কার্যত নেই সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)। রবিবার থেকে ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগ দিয়েছেন কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। কিন্তু এদিনও সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti) প্রস্তুতি সারতে পারলেন না। সাইড লাইনে রিহ্যাব সারছেন তিনি। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারের।
গতবারের ইস্টবেঙ্গল (Eastbengal) চোট আঘাতে জেরবার ছিল। এবার সেই দিকেই বাড়তি নজর তাদের। কিন্তু সেখানেই দলের মিডফিল্ডের প্রধান অস্ত্র সৌভিক চক্রবর্তীকে (Souvik Chakrabarti) প্রথম ম্যাচে পাবেন না অস্কার ব্রুজোঁ। হ্যামস্ট্রিংয়ে চোট থাকার ফলে আপাতত কয়েকদিন রিহ্যাবই সারতে হবে তাঁকে। যদিও সৌভিককে নিয়ে খুব একটা বাড়তি ঝুঁকি নিতে একেবারেই নারাজ লাল-হলুদ টিম ম্যানেজমেন্টও।
রবিবার থেকেই ইস্টবেঙ্গল ব্রিগেডকে নিয়ে মাঠে নেমে পড়েছেন কোচ অস্কার ব্রুজোঁ। রশিদ আগেই নেমে পড়েছেন। কিন্তু সওল ক্রেসপো, মিগুয়েল এবং কেভিনরা অনুশীলনে যোগ দিলেও রবিবার প্রস্তুতি সারলেন না। বরং কিছুক্ষণ সকলের সঙ্গে কথাবার্তা বলেই তারা মাঠ ছাড়লেন। আর তাতেই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। তাদের চোট রয়েছে কিনা এই নিয়েও চলছে নানান কথাবার্তা।
তবে এমন কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। এই তিন ফুটবলার এলেও এখনও পর্যন্ত তাদের মেডিক্যাল করা হয়নি। মেডিক্যাল হওয়ার পরই দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়বে ইস্টবেঙ্গলের এই তিন বিদেশি। অন্যদিকে দিমি শহরে এলেও তিনি প্রথম ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কোনও সিদ্ধান্ত হয়নি। তাঁকে দেখার পরই কোচ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
–
–
–
–
–
–
–
–
–
–
–