Wednesday, August 27, 2025

স্কুলে ছাত্রীকে ছাতা দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ দুই শিক্ষিকার বিরুদ্ধে

Date:

স্কুলে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর উপর শারীরিক নিপীড়নের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল মানিকতলায় (Maniktola)। অভিযোগ, মানিকতলা বাণীপিঠ স্কুলের (Banipur School) দুই শিক্ষিকা এক ছাত্রীকে ছাতা দিয়ে বেধড়ক মারধর করেছেন। হাঁটু ও কানে আঘাত লেগে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। পরিবারের তরফে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, পড়া না পারার কারণে শিক্ষিকারা প্রথমে বকাবকি করেন, তারপর ছাতা দিয়ে মারধর করেন। ছাত্রীর পরিবারের দাবি, “স্কুল থেকে ফিরে মেয়ের জ্বর আসে। প্রথমে কিছু বলতে না চাইলেও পরে জানায়, শিক্ষকরা ছাতা দিয়ে হাঁটুতে ও কানে মেরেছেন।” মেয়েটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন তারা।

পরিবার আরও জানিয়েছে, ঘটনার পর থেকে ছাত্রীটি মানসিকভাবে আতঙ্কগ্রস্ত। স্কুলে যেতে ভয় পাচ্ছে। এমনকি মৌখিকভাবে তাকে সাত দিনের জন্য বরখাস্ত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় মানিকতলা থানায় অভিযোগ দায়ের করা হলেও, অভিযোগকারীদের দাবি, “এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত শিক্ষিকাদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে না।”

ঘটনাকে ঘিরে স্থানীয় মহলে ক্ষোভ ছড়িয়েছে। এক অভিভাবক বলেন, শিশুদের উপর এমন বর্বর আচরণ মেনে নেওয়া যায় না। স্কুলে নিরাপত্তা না পেলে কোথায় যাবে ওরা? পুলিশ সূত্রে অবশ্য জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনে শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আরও পড়ুন : ডেঙ্গি ও ম্যালেরিয়ার জোড়া হানায় সতর্ক রাজ্য স্বাস্থ্য দফতর

Related articles

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...
Exit mobile version