Monday, November 10, 2025

স্কুলে ছাত্রীকে ছাতা দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ দুই শিক্ষিকার বিরুদ্ধে

Date:

স্কুলে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর উপর শারীরিক নিপীড়নের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল মানিকতলায় (Maniktola)। অভিযোগ, মানিকতলা বাণীপিঠ স্কুলের (Banipur School) দুই শিক্ষিকা এক ছাত্রীকে ছাতা দিয়ে বেধড়ক মারধর করেছেন। হাঁটু ও কানে আঘাত লেগে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। পরিবারের তরফে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, পড়া না পারার কারণে শিক্ষিকারা প্রথমে বকাবকি করেন, তারপর ছাতা দিয়ে মারধর করেন। ছাত্রীর পরিবারের দাবি, “স্কুল থেকে ফিরে মেয়ের জ্বর আসে। প্রথমে কিছু বলতে না চাইলেও পরে জানায়, শিক্ষকরা ছাতা দিয়ে হাঁটুতে ও কানে মেরেছেন।” মেয়েটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন তারা।

পরিবার আরও জানিয়েছে, ঘটনার পর থেকে ছাত্রীটি মানসিকভাবে আতঙ্কগ্রস্ত। স্কুলে যেতে ভয় পাচ্ছে। এমনকি মৌখিকভাবে তাকে সাত দিনের জন্য বরখাস্ত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় মানিকতলা থানায় অভিযোগ দায়ের করা হলেও, অভিযোগকারীদের দাবি, “এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত শিক্ষিকাদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে না।”

ঘটনাকে ঘিরে স্থানীয় মহলে ক্ষোভ ছড়িয়েছে। এক অভিভাবক বলেন, শিশুদের উপর এমন বর্বর আচরণ মেনে নেওয়া যায় না। স্কুলে নিরাপত্তা না পেলে কোথায় যাবে ওরা? পুলিশ সূত্রে অবশ্য জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনে শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আরও পড়ুন : ডেঙ্গি ও ম্যালেরিয়ার জোড়া হানায় সতর্ক রাজ্য স্বাস্থ্য দফতর

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version