Sunday, November 16, 2025

তদন্তে গাফিলতি! প্রমাণের অভাবে মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস সাধ্বী-সহ ৭ অভিযুক্ত

Date:

Share post:

মহারাষ্ট্রের মালেগাঁও (Malegaon) বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস অভিযুক্তরা। সাধ্বী প্রজ্ঞা-সহ ৭ অভিযুক্তের বিরুদ্ধে যুক্তিসঙ্গত প্রমাণ দিতে ব্যর্থ সরকার, জানাল NIA আদালত।

১৭ বছর পর আদালত জানাল, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিতের বিরুদ্ধে বোমা বানানোর কোনও প্রমাণ মেলেনি এবং বিজেপির প্রাক্তন সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের বাইকেই বোমাটি রাখা হয়েছিল তারও কোনও প্রমাণ মেলেনি। বিচারক একে লাহোটি বলেন, “সমাজে এটা ভয়াবহ ঘটনা। কিন্তু কেবল নৈতিকতার যুক্তিতে আদালত কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না।”

২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁওয়ের (Malegaon) ভিকু চকে ভয়াবহ বিস্ফোরণ হয়। মারা যান ৬ জন, জখম হন ১০১ জন। মুসলিম অধ্যুষিত এলাকায় মোটরবাইকে রাখা হয়েছিল IED। প্রথমে অভিযোগ উঠেছিল বাইকটি সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের। কিন্তু এদিন সেই অভিযোগের কোনও প্রমাণ নেই জানিয়ে দিল আদালত। সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর ছাড়াও সাত অভিযুক্তদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, সুধাকর চতুর্বেদী, অজয় রহিরকর, সুধাকর দাস দ্বিবেদী ওরফে শঙ্করাচার্য এবং সমীর কুলকার্নি।

মহারাষ্ট্র সন্ত্রাস দমন বাহিনী দাবি করে যে, সাধ্বী এই চক্রান্তের মূলচক্রী ছিলেন। মুসলিম অধ্যুষিত এলাকায় আগের একটি জঙ্গি হামলার বদলা নিতে রমজান মাসে এই ঘটনা ঘটিয়েছিলেন তিনি, অভিযোগে উল্লেখ করে মুম্বইয়ের এটিএস শাখা।

২০১১ সালে মালেগাঁও বিস্ফোরণ মামলা এনআইএ-র কাছে যায়। আদালতে একাধিক চার্জশিট এবং অতিরিক্ত চার্জশিট জমা পড়ে। ২০১৮ সালে বিচারপ্রক্রিয়া শুরু হয় এবং সাত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। বিচার চলাকালীন আদালত ৩২৩ জন সাক্ষীর বয়ান খতিয়ে দেখে। চলতি বছরের এপ্রিলে বিশেষ আদালতে কয়েকশো পাতার তথ্যপ্রমাণ পেশ করে এনআইএ। ১৯ এপ্রিল রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক।
আরও খবরক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার যুদ্ধবিমান! 

spot_img

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...