Monday, August 11, 2025

মুখ পুড়েছে বিজেপি নেতাদের। মুখ পুড়িয়েছেন দলের ট্যুইট মাস্টার অমিত মালব্য। বাংলার বিজেপি (BJP) নেতারা প্রবল অস্বস্তিতে। উত্তর দেবেন কি, এই প্রশ্ন শুনলেই পালিয়ে বেড়িয়েছেন সোমবার সারাদিন। এই অবস্থায় সোমবার সংসদ ভবনে অমিত শাহর (Amit Shah)সঙ্গে বঙ্গ বিজেপি নেতাদের বৈঠক। বৈঠকের শুরুতেই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য মালব্যর এক্স হ্যান্ডেলে করা মন্তব্যটির প্রসঙ্গ পাড়েন। বলেন, বাংলার মানুষের কাছে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। এ ধরণের মন্তব্য কেন করা হচ্ছে?

বিজেপি সূত্রের খবর, বৈঠকে ছিলেন পর্যবেক্ষক অমিত মালব্য। শাহ তাঁর কাছে সরাসরি জানতে চান, কেন এ ধরণের মন্তব্য করা হয়েছে? স্পষ্ট ভাষায় জানান, কোনও বিষয় নিয়ে জানা না থাকলে আগে জেনে নিন। না জেনে এ ধরণের মন্তব্য যেন না করা হয়। এমনিতেই ভাষা-সন্ত্রাস নিয়ে বিজেপি বিরোধী আন্দোলন রাজ্যে চরম পর্যায়ে নিয়ে গিয়েছে। তার উপর এই ট্যুইট আগুনে ঘৃতাহুতি দিয়েছে। শাহকে নাকি আশ্বস্ত করেছেন মালব্য। যদিও সৌজন্য দেখিয়ে এক্স হ্যান্ডেল থেকে তা মুছে দেওয়া হয়নি। বিজেপি নেতারাও সে নিয়ে টুঁ শব্দটি করেননি। ফলে এখনও মালব্যর ট্যুইটটি যথারীতি বিরাজ করছে এক্স হ্যান্ডেলে।

Related articles

বাংলার প্রাপ্যর বেলায় লবডঙ্কা, ঢাক পেটাতে ৮৪ শতাংশ বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের

বাংলার ন্যায্য প্রাপ্য দিতে গেলেই গায়ে জ্বর কেন্দ্রের মোদি সরকারের। অথচ রাশি রাশি টাকা প্রচারে খরচ করছেন প্রচারসর্বস্ব...

এশিয়া কাপে সূর্যকুমার এবং হার্দিককে নিয়ে বাড়ছে চিন্তা

এশিয়া কাপের (Asia Cup) সময় ক্রমশ এগিয়ে আসছে। আর সেখানেই ভারতের চিন্তা ক্রমশ বাড়ছে। এশিয়া কাপে ভারতীয় দলের...

ভয় পেয়ে মিথ্যাচার, কমিশনে যাওয়া হচ্ছে বলে সাংসদদের নিয়ে সোজা থানায় পুলিশ!

ভয় পেয়ে গেল কমিশন। বিরোধী সাংসদদের মুখোমুখি হয়ে চোখা চোখা প্রশ্ন সামাল দেওয়ার মতো মেরুদণ্ডে জোর নেই। তাই...

ইলিশের তেল-ঝাল-ঝোলে ‘বর্ষামঙ্গল’! ফরচুনের সহযোগিতায় আয়োজন বর্তমানের

ভোজনরসিক বাঙালির রসনা আরও কয়েকগুণ বড়ো হয়ে যায় বর্ষায়। কারণ অবশ্য জলের রূপোলি শস্য। মাথা থেকে ল্যাজা- এমনকী,...
Exit mobile version