সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই সারমেয়দের নিয়ে দেশজুড়ে চলছে বিতর্ক। পথে নেমেছে সারমেয়প্রেমীরা। এবার ফের তাঁদের খোঁচা দিলেন রামগোপাল বর্মা(Ramgopal Varma)। এবার নতুন পরামর্শ। তিনি বলেন রাজনীতিবিদদের কামড়ে দিক কুকুরপ্রেমীরা (Dog Lovers)। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছে, দিল্লি-এনসিআর(Delhi NCR) এলাকার রাস্তায় পথকুকুরদের ছেড়ে রাখা যাবে না। তাদের ধরে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে পাঠাতে হবে। এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে পশুপ্রেমীরা। পশুপ্রেমিকদের দাবি টিকাকরণ ও নির্বীজকরণের দায়িত্ব প্রশাসনের কিন্তু সেটা না করে পথকুকুরদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেওয়া অমানবিক বলেই মনে করা হচ্ছে। এই আশ্রয়কেন্দ্রগুলির আদৌ কোনও অস্তিত্ব রয়েছে কিনা সেই প্রশ্নও তুলেছে তারা।
কিন্তু এবার পশুপ্রেমীদের উপরেই ক্ষোভ উগরে দিলেন রামগোপাল বর্মা (Ramgopal Varma)। তিনি একটি পোস্টে লিখেছেন, “কুকুররা বিশ্বস্ত হয়, কারণ বিশ্বাস কীভাবে ভাঙতে হয় সেটাই ওরা জানে না। সারমেয়প্রেমীরা প্রায়ই বলেন, মানুষের থেকে কুকুর ভাল। আসলে আপনাদের এই মন্তব্য কুকুরদের জন্য নয়, মানুষের জন্যই।” তিনি মনে করছেন মানুষ যে কোনও প্রাণীকেই ভালবাসতে পারে এমনকি করোনা ভাইরাসকেও কেউ চাইলেই ভালবাসতেই পারেন, কিন্তু নিজের বাড়িতে রেখে। তিনি স্পষ্ট করেই বলেছেন, ”এখন আমরা কথা বলছি এমন কিছু পথকুকুর নিয়ে, যারা ক্রমাগত শিশুদের হত্যা করে চলেছে।”
And if the dog lovers are blaming the government administrators , they should go and bite the officers and politicians on their legs and also various other parts of their bodies for them to speed up on solutions .. But meanwhile they should think of the poor kids who are being…
— Ram Gopal Varma (@RGVzoomin) August 17, 2025
এরপরেই রাজনীতিবিদ ও বিচারপতিদের কামড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন “সারমেয়প্রেমীরা সরকার ও প্রশাসনকে দোষ দিচ্ছেন। এই সব পশুপ্রেমীদের উচিত সরকারি আধিকারিক ও রাজনীতিবিদদের পায়ে গিয়ে কামড়ে দেওয়া। এতে ওঁরা দ্রুত সমাধান পাবেন। তবে এর পাশাপাশি বেচারা শিশুগুলোর কথাও ভাবা উচিত, যাদেরকে এই কুকুরগুলো ক্রমাগত আক্রমণ করে।” উল্লেখ্য, রামগোপাল (Ramgopal Varma) চিরকালই ঠোঁটকাটা। তাঁর মন্তব্য মাঝে মধ্যেই বিতর্ক তৈরি করে। সামাজিক কোনও ঘটনা ঘটলে তিনি সবসময় স্রোতের বিপক্ষেই মন্তব্য করেন। এই বারেও ব্যতিক্রম নন তিনি। তবে এই মন্তব্যের পর থেকে নেটদুনিয়ায় কটাক্ষের শিকার পরিচালক।