Wednesday, November 5, 2025

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

Date:

Share post:

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। তারিখটা ছিল ১১ সেপ্টেম্বর। আগামী মাসেই সেই বিখ্যাত বক্তৃতার ১৩৩ বছর পূর্ণ হচ্ছে। সেই স্মৃতিকে সম্মান জানাতেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) বিশেষ উদ্যোগ। স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপের ঘোষণা (Swami Vivekananda cup District club football championship) করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। আগামী ১১ সেপ্টেম্বর বেলুর মঠের নিজস্ব মাঠ থেকেই শুরু হবে সেই প্রতিযোগিতা।

বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে আইএফএ কর্তাদের সঙ্গে নিয়ে সেই ঘোষণাই করলেন অরূপ বিশ্বাস (Arup Biswas)। বরাবরাই তাঁর কথায় উঠে এসেছে বাংলার ফুটবলারদের খেলানোর কথা। কলকাতার দলে বাংলার ফুটবলারদের বেশি করে অংশগ্রহনের কথা। আর সেখানেই যে এই প্রতিযোগিতা একটা বড় অবদান রাখতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। চলতি বছরের ১১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

অরূপ বিশ্বাস জানান, “আমাদের মূল উদ্দেশ্যে, আমরা যখন চিত্কার করি বাংলার খেলোয়াড় নিতে হবে। আইএফএ-ও যখন সচেষ্ট হয়, সেই সময় অনেক প্রিমিয়ার ক্লাব বলে যে তারা বাংলায় ভালো ফুটবলার পাচ্ছে না, সেই কারণেই নাকি অন্য রাজ্য থেকে আনতে হচ্ছে। আমাদের এই ফুটবল প্রতিযোগিতার মূল উদ্দেশ্যেই হচ্ছে জেলা থেকে সেরা খেলোয়াড় তুলে এনে প্রিমিয়ার লিগ হোক বা প্রথম ডিভিশনে যে ক্লাব গুলো খেলছে তাদের কাছে তুলে দেওয়া”।

তিনি আরও জানান, “মূলত প্রতিভার সন্ধানেই স্বামীজিকে সামনে রেখে শিকাগো বক্তৃতার ১৩৩ বছরকে স্মরণে রেখে আমরা এই প্রতিযোগিতা করছি। একটা লক্ষ্য স্বামীজির আদর্শকে যুব সমাজের কাছে পৌঁছে দেওয়া এবং দ্বিতীয় লক্ষ্য হচ্ছে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে আনা”।

এই প্রতিযোগিতায় সব মিলিয়ে ৩৯০ টি ম্যাচ হবে। শুধু তাই নয় ২৩টি জেলাই এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। আন্তঃজেলা এই প্রতিযোগিতায় প্রতিটি জেলায় ৮টি করে ক্লাব অংশগ্রহন করবে। সেখানে যারা চ্যাম্পিয়ন এবং রানার্স হবে সেই ক্লাব গুলো অন্য জেলার চ্যাম্পিয়ন এবং রানার্সদের বিরুদ্ধে খেলবে। এই প্রতিযোগিতায় ফলে যে জেলা থেকে ফুটবলার উঠে আসার রাস্তা যে আরও প্রশস্ত হল তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...