Thursday, December 11, 2025

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

Date:

Share post:

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে এনেছিল। তাই যেখানে বাংলা ভাষা আজ অপমানিত, সেখানে বাংলার মানুষকে কোনওভাবেই দমিয়ে রাখার ক্ষমতা বিজেপির নেই। নরেন্দ্র মোদি (Narendra Modi) যেভাবে দমদমের দলীয় সভা থেকে ২০২৬ বিধানসভা নির্বাচনে (Assembly Election) বাংলার ক্ষমতা দখলের বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন, তারই পাল্টা বাংলায় ২৬-এর নির্বাচনে আরও বড় খেলা হওয়ার ঘোষণা করে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)।

দলনেত্রীর নির্দেশে প্রতি শনি-রবিবার মেয়ো রোডে বাংলা ভাষার অপমানের প্রতিবাদে ধর্না কর্মসূচিতে অংশ নিচ্ছে দলের একেক শাখা সংগঠনের কর্মী ও নেতৃত্ব। রবিবার সেই ভাষা আন্দোলনে জয়হিন্দ বাহিনীর আন্দোলন মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি মোদির (Narendra Modi) চ্যালেঞ্জের পাল্টা দাবি করেন, কী বলছিল ওরা? ২৬-এ খেলা হবে? ২৬-এ এর থেকে বড় খেলা হবে। খেলার জন্যই তো তৃণমূল কংগ্রেস (TMC)।

বাংলাকে বঞ্চনা করার পাশাপাশি বাঙালির আত্মসম্মান, বাংলা ভাষা নিয়ে যে আক্রমণ করেছে বিজেপি, ভোটার তালিকা থেকে রাজ্যের নাগরিকদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করে চলেছে, তার জবাব বাংলার মানুষই দেবে। এই দাবি স্পষ্ট করে দিয়ে অরূপ পাল্টা চ্যালেঞ্জ করেন, যত ওরা লড়াই করবে, যত ওরা সন্ত্রাস করবে, যত বাংলাকে বঞ্চিত করবে, তত বাংলা গর্জে উঠবে। বিজেপি জানে না, ইতিহাস পড়েনি ওদের ইংল্যান্ডে পাঠান। স্বাধীনতার যুদ্ধটা জেনে নিন। স্বাধীনতার যুদ্ধ করেছিল বাংলার মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল এই বাঙালি।

আরও পড়ুন: বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

সেই সঙ্গে বিজেপির বাংলা বিরোধী নীতির বিরুদ্ধে যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুরু করেছেন, তাতে দলমত নির্বিশেষে যোগ দেওয়ার বার্তা দেন অরূপ। তিনি বলেন, বাংলার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়াই চলছে। সেই লড়াইতে আমি কোন দল করি সেটা বড় কথা নয়। বাংলা আমার মাতৃভাষা। বাংলাভাষাকে যে আক্রমণ করবে তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে লড়াইতে সামিল হতে হবে।

spot_img

Related articles

১০০ টাকায় টি২০ বিশ্বকাপের টিকিট, কীভাবে কাটবেন? জানুন বিস্তারিত

ঢাকে কাঠি পড়ে গিয়েছে টি২০ বিশ্বকাপের(T20 World Cup)। ইতিমধ্যেই সূচি ঘোষণা  হয়ে গিয়েছে বিশ্বকাপের। এবার শুরু হয়ে গেল...

বঙ্কিমচন্দ্র, মাস্টারদার পরে মাতঙ্গিনীর অপমান সংসদে: প্রতিবাদে সরব মমতা

জনসভা, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে এবারে সোজা সংসদ। একের পর এক বাংলার মনীষীদের অপমানের মধ্যে দিয়ে বিজেপি নিজেদের বাংলাবিরোধী...

ভালো খেলেও বোর্ডের জয়ে ব্যর্থ! বেতন কমছে বিরাট-রোহিতের?

বেতন কমছে বিরাট কোহলি-রোহিত শর্মার(Virat Kohli-Rohit Sharma)? সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দুরন্ত পারফরম্যান্স করে কোহলি...

সাফ কাপে সহজ জয়, পাকিস্তানের ক্লাবের সঙ্গে সৌজন্য দেখাল ইস্টবেঙ্গল

সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল ইস্টবেঙ্গল(East Bengal )। পাকিস্তানের করাচি সিটি এফসিকে ২-০ গোলে...