২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

Date:

Share post:

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে এনেছিল। তাই যেখানে বাংলা ভাষা আজ অপমানিত, সেখানে বাংলার মানুষকে কোনওভাবেই দমিয়ে রাখার ক্ষমতা বিজেপির নেই। নরেন্দ্র মোদি (Narendra Modi) যেভাবে দমদমের দলীয় সভা থেকে ২০২৬ বিধানসভা নির্বাচনে (Assembly Election) বাংলার ক্ষমতা দখলের বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন, তারই পাল্টা বাংলায় ২৬-এর নির্বাচনে আরও বড় খেলা হওয়ার ঘোষণা করে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)।

দলনেত্রীর নির্দেশে প্রতি শনি-রবিবার মেয়ো রোডে বাংলা ভাষার অপমানের প্রতিবাদে ধর্না কর্মসূচিতে অংশ নিচ্ছে দলের একেক শাখা সংগঠনের কর্মী ও নেতৃত্ব। রবিবার সেই ভাষা আন্দোলনে জয়হিন্দ বাহিনীর আন্দোলন মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি মোদির (Narendra Modi) চ্যালেঞ্জের পাল্টা দাবি করেন, কী বলছিল ওরা? ২৬-এ খেলা হবে? ২৬-এ এর থেকে বড় খেলা হবে। খেলার জন্যই তো তৃণমূল কংগ্রেস (TMC)।

বাংলাকে বঞ্চনা করার পাশাপাশি বাঙালির আত্মসম্মান, বাংলা ভাষা নিয়ে যে আক্রমণ করেছে বিজেপি, ভোটার তালিকা থেকে রাজ্যের নাগরিকদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করে চলেছে, তার জবাব বাংলার মানুষই দেবে। এই দাবি স্পষ্ট করে দিয়ে অরূপ পাল্টা চ্যালেঞ্জ করেন, যত ওরা লড়াই করবে, যত ওরা সন্ত্রাস করবে, যত বাংলাকে বঞ্চিত করবে, তত বাংলা গর্জে উঠবে। বিজেপি জানে না, ইতিহাস পড়েনি ওদের ইংল্যান্ডে পাঠান। স্বাধীনতার যুদ্ধটা জেনে নিন। স্বাধীনতার যুদ্ধ করেছিল বাংলার মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল এই বাঙালি।

আরও পড়ুন: বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

সেই সঙ্গে বিজেপির বাংলা বিরোধী নীতির বিরুদ্ধে যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুরু করেছেন, তাতে দলমত নির্বিশেষে যোগ দেওয়ার বার্তা দেন অরূপ। তিনি বলেন, বাংলার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়াই চলছে। সেই লড়াইতে আমি কোন দল করি সেটা বড় কথা নয়। বাংলা আমার মাতৃভাষা। বাংলাভাষাকে যে আক্রমণ করবে তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে লড়াইতে সামিল হতে হবে।

spot_img

Related articles

মন সাগরের ভোরে: মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মহাপঞ্চমীর আকাশে মেঘের আনাগোনা উপেক্ষা করেই পথে নেমেছে বাংলার মানুষ। লক্ষ্য পুজো মণ্ডপ। রীতি অনুযায়ী, পঞ্চমীর দিন সন্ধ্যায়...

ঠাকুর দেখে ফেরার পথে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা, মৃত ১

নদিয়া থেকে কলকাতায় ঠাকুর দেখার আনন্দ ছিল অপার। পুজোর ভিড় এড়াতে চতুর্থীতে মহানগরীতে প্যান্ডেল প্রতিমা দর্শনে গেছিলেন নদিয়ার...

চতুর্থীর রাতে ঠাকুর আনতে গিয়ে হুগলিতে দুর্ঘটনা, মৃত অন্তত ৩

পুজো শুরু হতে না হতেই বিষাদের ছায়া হুগলিতে (Hooghly)। ঠাকুর আনতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত ৩, গুরুতর আহত...

পঞ্চমীর সকালে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি! শক্তি বাড়ল নিম্নচাপের

পুজোয় ফের দুর্যোগের আশঙ্কা, ওড়িশা-অন্ধ উপকূল দিয়ে শনিবারেই স্থলভাগে প্রবেশ করছে শক্তিশালী নিম্নচাপ। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও...