Friday, January 9, 2026

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

Date:

Share post:

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে এনেছিল। তাই যেখানে বাংলা ভাষা আজ অপমানিত, সেখানে বাংলার মানুষকে কোনওভাবেই দমিয়ে রাখার ক্ষমতা বিজেপির নেই। নরেন্দ্র মোদি (Narendra Modi) যেভাবে দমদমের দলীয় সভা থেকে ২০২৬ বিধানসভা নির্বাচনে (Assembly Election) বাংলার ক্ষমতা দখলের বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন, তারই পাল্টা বাংলায় ২৬-এর নির্বাচনে আরও বড় খেলা হওয়ার ঘোষণা করে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)।

দলনেত্রীর নির্দেশে প্রতি শনি-রবিবার মেয়ো রোডে বাংলা ভাষার অপমানের প্রতিবাদে ধর্না কর্মসূচিতে অংশ নিচ্ছে দলের একেক শাখা সংগঠনের কর্মী ও নেতৃত্ব। রবিবার সেই ভাষা আন্দোলনে জয়হিন্দ বাহিনীর আন্দোলন মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি মোদির (Narendra Modi) চ্যালেঞ্জের পাল্টা দাবি করেন, কী বলছিল ওরা? ২৬-এ খেলা হবে? ২৬-এ এর থেকে বড় খেলা হবে। খেলার জন্যই তো তৃণমূল কংগ্রেস (TMC)।

বাংলাকে বঞ্চনা করার পাশাপাশি বাঙালির আত্মসম্মান, বাংলা ভাষা নিয়ে যে আক্রমণ করেছে বিজেপি, ভোটার তালিকা থেকে রাজ্যের নাগরিকদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করে চলেছে, তার জবাব বাংলার মানুষই দেবে। এই দাবি স্পষ্ট করে দিয়ে অরূপ পাল্টা চ্যালেঞ্জ করেন, যত ওরা লড়াই করবে, যত ওরা সন্ত্রাস করবে, যত বাংলাকে বঞ্চিত করবে, তত বাংলা গর্জে উঠবে। বিজেপি জানে না, ইতিহাস পড়েনি ওদের ইংল্যান্ডে পাঠান। স্বাধীনতার যুদ্ধটা জেনে নিন। স্বাধীনতার যুদ্ধ করেছিল বাংলার মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল এই বাঙালি।

আরও পড়ুন: বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

সেই সঙ্গে বিজেপির বাংলা বিরোধী নীতির বিরুদ্ধে যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুরু করেছেন, তাতে দলমত নির্বিশেষে যোগ দেওয়ার বার্তা দেন অরূপ। তিনি বলেন, বাংলার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়াই চলছে। সেই লড়াইতে আমি কোন দল করি সেটা বড় কথা নয়। বাংলা আমার মাতৃভাষা। বাংলাভাষাকে যে আক্রমণ করবে তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে লড়াইতে সামিল হতে হবে।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...