Saturday, December 13, 2025

নথি দেখে নাগরিকত্ব যাচাই করবে শুধু পুলিশ: সময় বেধে দিল অসম সরকার

Date:

Share post:

সন্দেহ হলেই যে কোনও নাগরিকের নাগরিকত্বের প্রমাণ চাইবে অসম (Assam) সরকার। প্রমাণ করতে পারলে তবেই বাস করতে পারবে অসমে। এবার আর আদালতে নয়, অসম পুলিশি (Assam Police) বিচার করবে নাগরিকত্বের (citizenship) প্রমাণ যথেষ্ট কিনা। উপযুক্ত নয় মনে হলেই সেই নাগরিককে বের করে দেওয়া হবে অসম থেকে। দেশের নাগরিকদের বিদেশি প্রমাণে নতুন নীতি গ্রহণ করল হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) অসম।

এতদিন বাংলার নাগরিকদের হেনস্থায় বারবার নাগরিকত্ব ট্রাইব্যুনালের সামনে ঠেলার পন্থা নিয়েছিল অসমের বিজেপি সরকার। এবার তার থেকে আরও একধাপ এগিয়ে গেল অসম বিজেপি। মন্ত্রিসভায় পাস হল এমন এক প্রস্তাব, যেখানে নাগরিকত্বের নথি যাচাই করবেন ডেপুটি কমিশনার (DC) পদমর্যাদার পুলিশ আধিকারিক।

মঙ্গলবার অসমের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, অসমে (Assam) কোনও ব্যক্তিকে অনুপ্রবেশকারী (immigrant) বলে মনে হলে তাকে নাগরিকত্বের প্রমাণ পেশ করতে হবে। ১০ দিন সময় দেওয়া হবে নথি পেশ করার জন্য। ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক সেই নথি যাচাই করবেন, অসমের ১৯৫০ সালের ইমিগ্রান্টস আইন অনুযায়ী।

যদি পুলিশ সেই নথিকে উপযুক্ত মনে না করে তবে সেই নাগরিককে অনুপ্রবেশকারী (illegal immigrant) বলে চিহ্নিত করা হবে। এরপর নির্দিষ্ট পথে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে অসম থেকে বেরিয়ে যেতে হবে। সমস্ত সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অনুপ্রবেশকারী চিহ্নিত ব্যক্তির নথি ও বায়োমেট্রিক পাবেন। এবং তাঁরা নজর রাখবেন সেই ব্যক্তি অসম থেকে বেরিয়েছেন কি না।

আরও পড়ুন: শুধু কমিউনিস্টরাই সৎ: দুর্নীতি নিয়ে বড়াই করা বামেরাই ‘কাঠগড়ায়’ নেপালে

অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দাবি, তাঁরা এখনো পর্যন্ত ৩০ হাজার বেআইনি অনুপ্রবেশকারীকে রাজ্য থেকে বের করতে সক্ষম হয়েছেন। নতুন নিয়ম সুপ্রিম কোর্টেও স্বীকৃত। ফলে যে এসওপি (SOP) মন্ত্রিসভা আদালতকে টপকে গ্রহণ করেছে, তাতেই এবার থেকে অসমে নাগরিকত্বের বিচার হবে।

spot_img

Related articles

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের...

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...

ফর্ম ডিজিটাইজেশন মাত্র ৭৫ শতাংশের কাছে বহু জেলা: বয়সকে অসংগতি ধরছে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯.৯৬ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশনের তথ্যে স্পষ্ট, একাধিক...