Friday, January 9, 2026

গুচ্চি সবচেয়ে সস্তা কোথায়? কেন সেলিব্রিটিরা এত পছন্দ করেন

Date:

Share post:

দাম ভুলে যাবেন তবে গুণমান মনে থাকবে! মনে পড়ছে কোন ব্র্যান্ডের ট্যাগলাইন? গুচ্চি (Gucci)। মধ্যবিত্তরা গুচ্চি শুনলেই স্বপ্ন মনে করেন। কারণ গুচ্চি’র যে কোনও জিনিস একেবারেই মধ্যবিত্তের নাগালের মধ্যে নয়। তাও অনেক মানুষের স্বপ্ন থাকে যদি একটা গুচ্চি’র ব্যাগ ব্যবহার করতে পারতাম বা এই ব্র্যান্ডের পোশাক পরতে পারতাম। তবে বিশ্বের সবচেয়ে সস্তা গুচ্চি কোথায়? জানেন কী? না জানলে জানুন এই প্রতিবেদন থেকে। গুচ্চি কীভাবে গোটা বিশ্বে নাম করল? কে প্রতিষ্ঠাতা? বিশ্বে এর কতগুলি স্টোর রয়েছে? কোন দেশ থেকে উঠেছে গুচ্চি? কেন এই ব্র্যান্ডের জিনিসের এত দাম? এই প্রশ্নগুলির বিস্তারিত জানা যাবে।

কোন দেশ থেকে উঠেছে গুচ্চি?
মিলেনিয়ালদের কাছে এটি খুবই জনপ্রিয় ব্র্যান্ড। গুচ্চি (Gucci) বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এবং বিলাসবহুল ব্র্যান্ড। এটি একটি ইতালীয় কোম্পানি। ফ্লোরেন্সে অবস্থিত বিলাসবহুল ফ্যাশন হাউস।

প্রতিষ্ঠাতা কে?
১৯২১ সালে গুচ্চিও গুচ্চি (Gucci) ইতালীয় কোম্পানির গুচ্চির প্রতিষ্ঠাতা। Aldo Gucci (গুচ্চির পুত্র) -র নির্দেশনায় গুচ্চি একটি বিশ্বব্যাপী পরিচিত ব্র্যান্ড হয়ে ওঠে। এটি ইতালীয় ডলস ভিটা সময়ের একটি আইকন।

বর্তমানে গুচ্চির মালিক?
বর্তমানে গুচ্চির মালিক কেরিং। কেরিং এসএ হল একটি ফরাসি বহুজাতিক হোল্ডিং কোম্পানি। এটি বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে বিশেষজ্ঞ, যার সদর দফতর প্যারিসে। এটি ইভেস সেন্ট লরেন্ট, গুচ্চি, বালেন্সিয়াগা, বোটেগা ভেনেটা, ক্রিড, মাউই জিম এবং আলেকজান্ডার ম্যাককুইন ব্র্যান্ডের মালিক।

অগ্রগতি
গুচ্চিও গুচ্চি (Gucci) প্রথমে চামড়ার লাগেজ বিক্রি করতেন। পরে স্থানীয় কারিগরদের মাধ্যমে চামড়ার তৈরি বিভিন্ন পণ্য তৈরি শুরু করেন।

আরও পড়ুন- ক্রকসের জুতোর ম্যাজিক কী? কেন প্রায় সবার পায়ে? কেন দাম বেশি?

পণ্যের ধরণ:
পোশাক (রেডি-টু-ওয়্যার)।
হ্যান্ডব্যাগ।
জুতো।
সুগন্ধি ও প্রসাধনী সামগ্রী।
বেল্ট।
ওয়ালেট।
অন্যান্য চামড়ার সামগ্রী।
হাতে তৈরি বিভিন্ন ধরনের আনুষঙ্গিক জিনিসপত্র, যেমন -স্কার্ফ ইত্যাদি গুচ্চির পণ্যের একটি অংশ।
গুচ্চি বাড়ির সাজসজ্জার জন্যও বিলাসবহুল পণ্য তৈরি করে।

কেন গুচ্চির জিনিসপত্রের এত দাম?
গুচ্চির জিনিসের দাম অত্যাধিক বেশি হওয়ার কারণ, বিলাসবহুল ব্র্যান্ডিং, উচ্চ মানের উপকরণ ব্যবহার, উন্নত ডিজাইন ও কারুশিল্প, এবং বিশ্বব্যাপী বাজারজাতকরণ ও বিজ্ঞাপন। গুচ্চি তার পণ্য তৈরিতে উচ্চ মানের এবং সেরা কাঁচামাল ব্যবহার করে, যার মধ্যে চামড়া, কুমির ও পাইথনের মতো বিরল উপাদানও অন্তর্ভুক্ত। এই ব্র্যান্ডটিতে উচ্চ যোগ্যতাসম্পন্ন কর্মী এবং সেরা ফ্যাশন ডিজাইনাররা কর্মরত।

বিশ্বে গুচ্চির কতগুলি স্টোর রয়েছে?
৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত বিশ্বব্যাপী গুচ্চির মোট ৫২৯টি স্টোর রয়েছে। গুচ্চি নিজস্ব স্টোরের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি এবং বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করে।

বিশ্বের সবচেয়ে সস্তা গুচ্চি কোথায়?
যদি আপনি ৪০ শতাংশ পর্যন্ত সাশ্রয় করতে চান, তাহলে ইতালিতে এই ব্র্যান্ডের নিজস্ব বুটিক অথবা অসংখ্য স্বাধীন মাল্টি-ব্র্যান্ড বিলাসবহুল বুটিকের যেকোনো একটিতে কেনাকাটা করুন যা ইতালির কিছু ছোট শহর এবং গ্রামে রয়েছে। তাহলে বিশ্বের সবচেয়ে সস্তা গুচ্চি হল ইতালিতে।

 

spot_img

Related articles

প্রধানমন্ত্রী কথা রাখেননি: ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে রিপোর্ট কার্ড চাইলেন অভিষেক

রাজ্যে এসআইআর আবহে মতুয়া সম্প্রদায়ের মানুষকে নতুন করে পায়ের তলার মাটি ছিনিয়ে নিয়ে পথে দাঁড় করানোর পরিকল্পনায় কেন্দ্রের...

গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে পালনে তৎপর কলকাতা পুলিশ, বাবুঘাটে কড়া নিরাপত্তা

শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। পুণ্যার্থীদের আগমন বাড়তেই নিরাপত্তা ও সহায়তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে...

রাস্তাই রাস্তা: ইডি-র হানার প্রতিবাদে মিছিল মমতার, রাজপথে জনজোয়ার

রাস্তাই আমাদের রাস্তা- আইপ্যাকের (I-PAC) বিরুদ্ধে হানার প্রতিবাদে এবার রাজপথে মিছিল করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

এবার আইপ্যাক-এ ইডি হানার বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক, নদিয়ায় বাধলেন তৃণমূলের টার্গেট

বাংলায় ভোট-কেন্দ্রীয় এজেন্সি-অতি সক্রিয়তা। গত কয়েক বছরের এটা বিজেপির ছক। কেন্দ্রীয় এজেন্সি ইডি-র অতি সক্রিয়তার জেরে গতকাল বৃহস্পতিবার...