২০২৬-এর লড়াই। নিজেকে আরও শক্তিশালী করে তৈরি করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)। মানসিক ও শারীরিকভাবে। অন্তত তাঁর ইন্সটাগ্রাম স্টোরির ছবি দেখে সেটা মনে হচ্ছে। জিম ঘাম ঝরাচ্ছেন অভিষেক। সেই ছবিই পোস্ট করেছেন তিনি।

আগেই মেদ ঝরিয়ে ছিপছিপে চেহারা করেছেন অভিষেক। তার সিক্রেট কী? সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে রসিকতা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উত্তর, ”রোজ লোকেদের এত গালমন্দ খাই- ওটাই ডায়েট।”

২০২১, ২০২৪- বাংলায় নির্বাচনের আগে পাহাড় থেকে সাগর- চষে বেরিয়েছেন অভিষেক (Abishek Banerjee)। যেখানে গিয়েছেন সেখানেই জনপ্লাবন। একদিন দীর্ঘপথ হেঁটে নয় হুডখোলা গাড়িতে ঘুরেছেন তিনি। সেই ছবি সর্বত্র ছড়িয়ে পড়েছে।

তবে, অভিষেকের জিম (Gym) করার ছবি এই প্রথম প্রকাশ্যে। আর সেটা আসতেই ভাইরাল। কেউ প্রশংসায় পঞ্চমুখ। কারও কারও আবার বিশ্বাসই হচ্ছে না। কেউ কেউ বলেছেন, এ নিশ্চয় এআই। তবে, তাঁর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট যখন, তখন সত্যতানিয়ে প্রশ্ন থাকে কি!

–

–

–

–

–

–