Friday, November 14, 2025

বিশ্বকর্মা পুজোয় মর্মান্তিক মৃত্যু! চিনা মাঞ্জায় গলা কাটল প্রাক্তন সেনাকর্মীর

Date:

বিশ্বকর্মা পুজো মানেই একদল মানুষের কাছে ঘুড়ি ওড়ানোর মজা। আবার কিছু মানুষকে চরম আতঙ্কে কাটাতে হয় ঘুড়ির চিনা মাঞ্জার সুতোর জন্য। প্রতি বছর ঘুড়ির এই সুতোয় পেঁচিয়ে বা তাতে গলা কেটে বহু মানুষের মৃত্যু হয়। এবার সেভাবেই মৃত্যু হল এক প্রাক্তন সেনা কর্মীর (Ex-Army)। বুধবার মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে কল্য়াণী এক্সপ্রেসওয়েতে (Kalyani Expressway)।

গৌতম ঘোষ নামে ব্যারাকপুরের এক প্রাক্তন সেনাকর্মী বিশ্বকর্মা পুজোর দিন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কাজে যাচ্ছিলেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তারক্ষী হিসাবে কর্মরত ছিলেন। বুধবার তিনি নিজের বাইকে কাজে যোগ দিতে আসছিলেন। সেই সময়ে ঘুড়ির সুতো তাঁর গলা কেটে যায়। ঘটনাস্থলেই পড়ে যান তিনি। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় প্রাক্তন সেনাকর্মীর (Ex-Army)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি ঘুড়ির সুতোয় চিনা মাঞ্জার ব্যবহারে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: রোদবৃষ্টির বিশ্বকর্মা পুজো, উত্তরে কমলা সর্তকতা -দক্ষিণে বাড়ছে অস্বস্তি!

এই ঘটনার পর ফের একবার শুরু হয়েছে নজরদারি নিয়ে প্রশ্ন। বুধবার বিশ্বকর্মা পুজোর দিন রাজ্যের সর্বত্র ঘুড়ি উড়বে। সেইসঙ্গে বাইক চালকরা রাস্তায়, বিশেষত বিভিন্ন উড়ালপুলে যাতায়াতও করবেন। সেক্ষেত্রে চিনা মাঞ্জা দেওয়া সুতো ও নাইলনের সুতোর ব্যবহারের উপর নজরদারি নিয়ে কী পদক্ষেপ পুলিশের, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত প্রাক্তন সেনাকর্মীর পরিজনেরা।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version