হূশিয়ারি দিয়েও সমঝোতা! নাটক শেষে কোন সমীকরণে খেলতে নামল পাকিস্তান?

Date:

Share post:

ভারতের বিরুদ্ধে করদর্মন  বিতর্কের জেরে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান। বুধবার বিকেল রাত নাটকের পর নাটক।  বয়কটের পথে হেটেও অবশেষে সুর নরম করে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামল পাকিস্তান।

মঙ্গলবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলন বয়কট করেছিল পাকিস্তান। বুধবারের ম্যাচ বয়কট করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু ম্যাচ না খেললে ১৮০ কোটি টাকা হারাতে হতো , সঙ্গে সম্প্রচারকারী সংস্থার ক্ষতিপূরণ. ফলে ক কোন রাস্তাই অবশিষ্ট ছিল না পাকিস্তানের সামনে। ম্যাচের সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। পিসিবির নির্দেশে হোটেলেই ছিলেন ক্রিকেটারেরা। সলমনদের কিট ব্যাগ বাসে তোলা হয়ে গেলেও ক্রিকেটারেরা কেউ হোটেল থেকে বেরোননি। পিসিবি কর্তারা দীর্ঘ আলোচনার পর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলার সবুজ সঙ্কেত দেন দলকে।

গত রবিবার টসের সময় সূর্যকুমার যাদব প্রতিপক্ষ অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলাননি। এমনকি ম্যাচ জয়ের পরেও  পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই ডাগ  আউটে ফুরে আসেন সূর্য এবং শিবম দুবে। সাজঘরের দরজাও প্রতিপক্ষ দলের মুখের উপর বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয় পাক শিবির। তারা নিশানা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকেকে। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, অ্যান্ডি পাইক্রফট দায়িত্বে থাকলে তারা এশিয়া কাপে খেলবে না। ভারতীয় বোর্ডের নির্দেশে কাজ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, এমন বিস্ফোরক অভিযোগ আনে পিসিবি। পাইক্রফটকে এশিয়া কাপ থেকে বহিষ্কার না করলে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকিও দেয়।

আরও পড়ুন:বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত বনাম পাকিস্তান, রেকর্ডের লক্ষ্যে নীরজ

কিন্তু অ্যান্ডি পাইক্রফটকে বহাল রাখে আইসিসি। কিন্তু বুধবার কিছুটা সমঝোতা সূত্র বেরোয়। দুবাইয়ে পাকিস্তানের টিম ম্যানেজার, কোচ, অধিনায়কের সঙ্গে বৈঠকে বসেন পাইক্রফট। হ্যান্ডশেক বিতর্ক শেষ করতে সমাধান সূত্র বের করেন আইসিসি কর্তারা। সলমনের কাছে ক্ষমা চেয়ে নেন ম্যাচ রেফারি। ফলে খেলতে রাজি হয় পাকিস্তান।

spot_img

Related articles

শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

দীর্ঘসময় ধরে বিতর্কের শিরোনামে থাকা কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দিরে পুজো দিলেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi...

দুর্গাপুর কাণ্ডে নজরে ‘মাস্টারমাইন্ড;! আদালতে বিস্ফোরক নির্যাতিতার আইনজীবী

দুর্গাপুর মেডিক্যাল(Durgapur medical) পড়ুয়াকে ধর্ষণের ঘটনা নিয়ে নির্যাতিতার আইনজীবী এবার বিস্ফোরক দাবি করলেন। তিনি জানান, ‘ধর্ষণের ঘটনা পূর্ব...

চিকিৎসক পরিচয় দিয়ে SSKM-এ নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, জালে অভিযুক্ত

হাসপাতালে (Hospital) নাবালিকা (Minor Girl) রোগিণীকে চিকিৎসক পরিচয় দিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ (Police)...

যৌথ এনকাউন্টারে দিল্লিতে খতম বিহারের মোস্ট ওয়ান্টেড ৪ দুষ্কৃতী, আহত ৩ পুলিশকর্মী

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) আগে অপরাধের ছক বানচাল। দিল্লি ও বিহার পুলিশের যৌথ উদ্যোগে দিল্লির (Delhi)...