শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Sharat Chadra Chattopadhyay) সার্ধশতবর্ষ উপলক্ষে প্রকাশিত হলো স্মারক গ্রন্থ ‘ভিন্নমাত্রার শরৎচন্দ্র’। রবিবার সন্ধ্যায় গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের শিবানন্দ সভাগৃহে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল।

গ্রন্থটিতে (Book) স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের (Sharat Chadra Chattopadhyay) সমকালীন গুণীজন থেকে শুরু করে বর্তমান সময়ের গবেষকদের বিভিন্ন লেখা। বইটি সম্পাদনা করেছেন দেবজ্যোতিনারায়ণ রায়, যিনি এর আগেও স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র, কাজী নজরুল ইসলাম, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র এবং নিজের মাকে কেন্দ্র করে মোট সাতটি গ্রন্থ প্রকাশ করেছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সম্পাদক স্বামী সুপর্ণানন্দ। অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য রামকৃষ্ণ-বিবেকানন্দ প্রসঙ্গে শরৎচন্দ্রকে তুলে ধরেন। অধ্যাপক সুমিতা চক্রবর্তী বিশ্লেষণ করেন শরৎসাহিত্যের বহুমাত্রিক দিক। সম্পাদক দেবজ্যোতিনারায়ণ রায় বলেন, প্রান্তিক মানুষজনের কথা বিশেষ করে নারী সমাজের কথা জানতে আজও শরৎচন্দ্র অদ্বিতীয়।বর্তমান পৃথিবীতে হিংসা দূরীকরণে শরৎচর্চা অত্যন্ত জরুরি।

–

–

–

–

–

–

–