যে রাঁধে সে চুলও বাঁধে! সৌন্দর্য প্রতিযোগিতার (Miss International India) মঞ্চে মুকুট জিতেই জীবনের পথে থেমে থাকেননি তিনি। প্যারেড গ্রাউন্ডে গায়ে সেনার উর্দি পরে দাপিয়ে বেড়াচ্ছেন। নজরে এখন পুনের মেয়ে কাশিশ মেথওয়ানি। ২০২৫-এর ৬ সেপ্টেম্বর আর্মি এয়ার ডিফেন্সে লেফটেন্যান্ট হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। এই প্রথম তাঁর পরিবারে কোনও মহিলা সেনায় যোগ দিয়েছেন। অন্যদিকে ২০২৩ সালে কাশিশ মেথওয়ানি ‘মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া’ (Miss International India) খেতাব জিতেছিলেন।

আর্মি স্কুলে কাশিশ বিজ্ঞান নিয়ে পড়াশোনার পাশাপাশি ২০২১ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন NCC ক্যাডেট হিসেবে। জিতে নিয়েছিলেন ‘অল ইন্ডিয়া বেস্ট ক্যাডেট’ ট্রফি। তাঁর হাতে সেই ট্রফি তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কাশিশ পুনে বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকে স্নাতক ডিগ্রি অর্জনের পরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে এমএসসি করেছিলেন। তাঁর থিসিস পেপারের ওপর ভিত্তি করে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তাঁর কাছে PhD করার প্রস্তাব আসে। ২০২৪ সালে CDS পরীক্ষায় সারা ভারতের মধ্যে দ্বিতীয় হয়েছিলেন তিনি। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ভর্তি হয়েছিলেন কাশিশ এবং ‘অ্যাকাডেমি আন্ডার অফিসার’ হিসেবে স্বীকৃতি পান তিনি।

উল্লেখ্য, পথ ছিল অনেক, গ্ল্যামার, দেশ সেবা, গবেষণা তবে কাশিশ বেছে নিয়েছিলেন দেশসেবার পথটিই।

–

–

–

–

–

–
