তৃণমূলের (TMC) ভোট চুরির অভিযোগের সুরেই এবার সরব কংগ্রেস (Congress)। ছক কষে নির্দিষ্ট কেন্দ্রগুলিতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া, আবার কোথাও অবৈধ ভাবে ভোটারদের নাম তোলা হচ্ছে। কর্নাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রের উদাহরণ তুলে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, অলন্দ বিধানসভা কেন্দ্রে কমপক্ষে ৬০১৮ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। কারণ সেখানে কংগ্রেস শক্তিশালী। যে বুথগুলিতে হাত শক্ত সেখানেই পরিকল্পনা করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে রাহুলের (Rahul Gandhi) অভিযোগ করেন, নির্দিষ্ট সফ্টঅয়্যারের মাধ্যমে নকল আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। পিছনে থাকা স্ক্রিনে কয়েকটি ফোন নম্বর তুলে ধরে কংগ্রেস সাংসদ অভিযোগ করেন, বিভিন্ন রাজ্য থেকে ফর্ম পূরণ করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। ১২০০০ ভুয়ো ভোটার কর্নাটকে ভোটার তালিকায় সংয়োজন করার অভিযোগ কমিশনকে (Election Commission) বিরুদ্ধে তুলেছেন রাহুল। বিভিন্ন রাজ্যেই ভোটার তালিকা ঝাড়াই-বাছাই চলছে। রাহুলের অভিযোগ, কর্নাতটে অনলাইনেই ৬৮৫০ জন ভোটারের নাম অবৈধ ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে রাহুল বলেন, “দেশের ভোট চোরদের রক্ষা করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের ভিতর থেকেই আমাদের সাহায্য করা হচ্ছে, দেওয়া হচ্ছে তথ্য”। কর্নাটক সিআইডি ১৮টি চিঠি লিখেছে জ্ঞানেশ কুমারকে। কিন্তু উত্তর মেলেনি। সাত দিনে উত্তর দিন- দাবি রাহুলের। একই সঙ্গে তিনি বলেন, “জ্ঞানেশ কুমারজি ভোট চুরিকে রক্ষা করছেন। এটা নিয়ে এখন আর কোনও সংশয় নেই।”
আরও খবর: ”ভগবানকে গিয়ে বলুন’’, বিষ্ণুমূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য ঘিরে বিতর্ক

রায়বরেলির কংগ্রেস সাংসদে অভিযোগ, মূলত দলিত, আদিবাসী, সংখ্যালঘু এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায় (OBC)-এর ভোটারদের নাম কেন্দ্রীয় ভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভোটারদের অজান্তেই তাঁদের নামে আবেদনপত্র জমা দেওয়া হচ্ছে, যাতে অন্য ভোটারদের নাম বাদ দেওয়া যায়।

–

–

–

–

–

–