বলিউডের সুরেলা জগতে তাঁর অন্যতম পরিচিতি ছিল ‘গ্যাংস্টার’ গায়ক হিসেবে। সেই হাসিখুশি চিরউদ্দ্যমতায় ভরা শিল্পীর মর্মান্তিক পরিণতি মানতে পারছে না বিনোদন জগত। সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গেছিলেন জুবিন গর্গ (Zubeen Garg)। শনিতে অনুষ্ঠানের প্রস্তুতিও ছিল চরমে। কিন্তু কে জানত মঞ্চে ওঠার অবকাশটুকু তিনি পাবেন না, তার আগে সমুদ্রেই ফুরিয়ে যাবে প্রাণ পাখি। ৫২ বছর বয়সী গায়কের মৃত্যুর খবরে অসম,উত্তর-পূর্বাঞ্চল জুড়ে শোকের পরিবেশ। শোকাহত বলিউড- টলিউডের শিল্পীরাও। গানের পাশাপাশি জুবিনের বরাবরের পছন্দ ছিল অ্যাডভেঞ্চার রাইড। মৃগী রোগ থাকা সত্ত্বেও সিঙ্গাপুরের নর্থইস্ট ফেস্টিভ্যালে (North East Festival, Singapore) গিয়েও রোমাঞ্চের নেশা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি। কিন্তু অঘটন ঘটে গেল শুক্রবার দুপুর দেড়টা নাগাদ। স্কুবা ডাইভিং করতে গিয়ে সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়েন গায়ক। পুলিশ তাঁকে দ্রুত উদ্ধার করেও সেই রক্ষা করতে পারেনি। গায়কের অকাল প্রয়াণের খবর আসতেই তাঁর পুরনো অসুস্থতা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

কয়েক বছর আগে ডিব্রুগড়ের এক রিসোর্টে পড়ে গিয়ে মাথায় চোট পান জুবিন। এমআরআই রিপোর্টে উদ্দেশ্যজনক কিছু না থাকলেও গায়কের মৃগী রোগের কথা তখন সামনে এসেছিল। তারপর থেকেই শারীরিক সমস্যা বাড়তে থাকে মধ্যবয়সী শিল্পীর। যদিও সেসবের তোয়াক্কা না করে মঞ্চে লাগাতার অনুষ্ঠান চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু অসুস্থ হওয়া সত্ত্বেও ক্রমশ বাড়তে থাকা অ্যাডভেঞ্চার স্পোর্ট প্রীতি বারবার তার একরেখা, বেপরোয়া জীবনযাত্রাকে ইঙ্গিত করছিল। গত কয়েক বছরে মদ্যপানের মাত্রাও বাড়িয়েছিলেন। অনিয়ন্ত্রিত জীবন যাপনের কারণেই কি এই অকাল প্রয়াণ, উত্তর খুঁজছেন সকলেই। গায়কের মৃত্যুতে অনুরাগীদের প্রশ্ন, কেন জুবিন স্কুবা ডাইভিং করতে গেলেন? কেন বাকিরা কেউ তাঁকে আটকালেন না?

জেলে থাকলে জনপ্রিয়তা বাড়ে… ‘ব্যাডস অফ বলিউড’-এ গ্রেফতারির স্মৃতি ফেরালেন আরিয়ান

বাংলা সিনেমায় তাঁর সঙ্গীত ক্যারিয়ার শুরু হয় সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের (Jeet Ganguly) হাত ধরে। বাঙালি সুরকার বলছেন, ‘বছরখানেক ধরেই জুবিনের শরীর ভালো ছিল না। কিন্তু এইভাবে স্বপ্ন শেষ হয়ে যাবে তা মারা যায় না।’ ‘ইয়া আলি’ গায়কের মৃত্যু মেনে নিতে পারছেন না অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। হিন্দির পাশাপাশি বাংলায় ‘রংবাজ’, ‘খিলাড়ি’, ‘খোকা ৪২০’, ‘পরান যায় জ্বলিয়া রে’-র মতো সুপারহিট সিনেমাতেও গান গেয়েছেন জুবিন। হিন্দিতে ‘গ্যাংস্টার’, ‘ফিজা’, ‘রাজ’, ‘কৃশ ৩’-এর মতো সিনেমায় তাঁর গাওয়া গান আজও তুমুল জনপ্রিয়। বিরহ সংগীতে তাঁর দরদী কণ্ঠ মনের মাঝে বিশেষ প্রভাব ফেলত। কিন্তু একটা দুর্ঘটনায় সব শেষ।

–

–

–

–

–

–
–
–
–