জেলে থাকলে জনপ্রিয়তা বাড়ে… ‘ব্যাডস অফ বলিউড’-এ গ্রেফতারির স্মৃতি ফেরালেন আরিয়ান

Date:

Share post:

একেই বলে ‘বাপ কা বেটা’, আরিয়ান খান (Aryaan Khan) পরিচালিত ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর স্ট্রিমিং শুরু হতেই দর্শকের প্রথম প্রতিক্রিয়া এটাই। তবে সেটা অভিনয়ে নয়, বরং কৌতুকের আকারে সমালোচনা- আর বিতর্কের জবাব দিতে বাদশা বাবার পথেই যে হেটেছেন গৌরীপুত্র তার প্রশংসা নেটপাড়ায়। বলিউডের স্বজনপোষণ থেকে গ্ল্যামার জগতে আড়ালে লুকিয়ে থাকা আন্ডারওয়ার্ল্ড যোগ- সবটাই নিজের প্রথম সিরিজে তুলে ধরেছেন আরিয়ান। একটি দৃশ্য বিশেষভাবে ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে, সমীর ওয়াংখেড়ের মতো স্টাইলে এক ব্যক্তি পুলিশি ভ্যান থেকে নেমেই স্বগতোক্তির আকারে বলছেন- ‘মাদক এই দেশটাকে ধ্বংস করে দিল…।’ আরেক দৃশ্যে দেখা গেল পুলিশ কর্মীর উক্তি, “চিন্তা কোরো না, জেলের ভিতর থাকলে জনপ্রিয়তা আরও বেড়ে যায়।” কৌতুক আকারে হাস্যরসের সঙ্গে চিত্রনাট্যে সাজানো এই ডায়ালগ শাহরুখ (SRK) পুত্রের জেল যাত্রার কথা মনে করিয়েছে বা বলা যেতে পারে আরিয়ান (Aryaan Khan) নিজেই সেই স্মৃতি উস্কে দিয়েছেন। দর্শকদের মতে, এই ছেলের বুকের পাটা আছে। স্মিত হাসি কিং খানের (Shahrukh Khan) মুখে।

মাদক কাণ্ডে আরিয়ান খানের গ্রেফতারির পর শাহরুখ বয়কটের ডাক উঠেছিল গোটা দেশ জুড়ে। চুপচাপ সবটা সহ্য করেছিলেন বলিউড বাদশা। এরপর ২০২৩ সালে তাঁর রাজকীয় কামব্যাক ইতিহাস তৈরি করে। সমালোচকদের জন্য সেটা থাপ্পরের থেকে কম কিছু ছিল না। তবে শোনা যায় অভিশপ্ত দিনগুলোর কথা আজও ভুলতে পারেননি ‘দ্য ব্যাডস অফ বলিউড’ পরিচালক।জেল মুক্তির পর নতুন ভাবে নিজেকে গড়ে তুলেছেন আরিয়ান। ছেলের স্বপ্নপূরণে এগিয়ে এসেছেন বাবা-মা। যদিও পরিচালক যে যথেষ্ট পরিশ্রম করেছেন তার ফল মিলল হাতেনাতে। আরিয়ানের কাজ দেখতে প্রিমিয়ারে হাজির ছিল গোটা বলিউড। সকলেই শুভকামনা জানালেন নব্য পরিচালককে।

বলিউডের ‘বাজিগর’ বরাবরই তাঁর সেন্স অফ হিউমারের জন্য বিখ্যাত। বহু সাক্ষাৎকারে নিজেকে নিয়ে মজা করতে দেখা গেছে শাহরুখকে। কিন্তু ‘বাপ কা বেটা’ও যে সেই একই পথে হাঁটার চ্যালেঞ্জ এবং স্পর্ধা দুটোই দেখাতে পারবেন সেটা আশা করা যায়নি। কিন্তু ‘দ্য ব্যাডস অফ বলিউড’ এটা করে দেখিয়েছে।

স্টার পাওয়ার থেকে রাঘব বোয়ালদের দাপট দেখিয়ে বলিউডের অনেক সিক্রেটকেই বেআব্রু করার সাহস দেখিয়েছেন খান -পুত্র। কাজের মাধ্যমে একদিকে বিতর্কিত NCB অফিসারকে খোঁচা, অন্যদিকে বলিউডের কঙ্কালসার বাস্তুতন্ত্রের ছবি তুলে ধরে আরিয়ান বুঝিয়ে দিলেন তিনি লম্বা রিসের ঘোড়া। তাঁর অতীতের বিতর্কে যাঁরা বারবার শাহরুখকে আক্রমণ করেছিলেন, অচিরেই তাঁদের যেন বার্তা দিলেন আরিয়ান, ‘বাপ কো হাত লাগানে সে পহেলে, বেটে সে বাত কর..’।

spot_img

Related articles

বাবার সঙ্গে সম্পর্কের অবনতি, বড় পদক্ষেপের পথে রুক্মিণী!

একটা বয়সে পর বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা বন্ধুর মত হয়ে যায়, কাব্যে ও পদ্যে পড়া এই লাইনগুলো বাস্তবে...

লাইফটাইম অ্যাচিভমেন্ট জিনাতের, নজরকাড়া ফিল্মফেয়ারে ‘লাপাতা লেডিস’-এর জয়জয়কার 

বলিউড বিনোদন জগতের অন্যতম বড় মঞ্চ মানেই ফিল্মফেয়ারের (70th Filmfare Awards 2025) ঝলমলে রাত। দেশে হোক বা বিদেশে,...

কলকাতার বেসরকারি কম্পানিতেই যাত্রা শুরু ‘বাংলার জামাই’ এর, জন্মদিনে বিশেষ মুহূর্ত 

জয়াকে বিয়ে করার পর থেকেই তিনি বাংলার আত্মীয় এবং কলকাতার জামাই। তিনি আর কেউ নন, বলিউডের শাহেনশাহ অমিতাভ...

অমিতাভের জন্মদিনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, চলচ্চিত্র উৎসবের স্মৃতিচারণায় মমতা

বলিউড শাহেনশাহর তিরাশিতম জন্মদিনে (Amitabh Bachchan Birth anniversary) দেশ জুড়ে বিগ বি অনুরাগীদের মনে উৎসবের মেজাজ। সোশ্যাল মিডিয়ায়...